Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 91
পুবের কলম,ওয়েবডেস্ক : ইসরাইলের সর্বোচ্চ আদালত (Israel’s Supreme Court ) স্বীকার করেছে যে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অধীনে ফিলিস্তিনি বন্দিদের ঠিকমতো খাওয়ানো হচ্ছে না। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির সর্বসম্মতিক্রমে রায় অনুযায়ী, বন্দিদের প্রতিদিন তিনবার খাবারের ব্যবস্থা করা আইনি বাধ্যবাধকতা এবং এটি নিশ্চিত করতে হবে সরকারের। গত ২৩ মাস ধরে হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইসরাইলি সেনারা গাজা এবং পশ্চিম তীর থেকে বহু ফিলিস্তিনিদের আটক করেছে।
READ MORE: Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের
বন্দিরা অভিযোগ (Israel’s Supreme Court ) করেছেন, জেলগুলিতে ভিড়ে গাদাগাদি করে রাখা হয়, যথাযথ খাবার বা চিকিৎসা দেওয়া হয় না এবং মানবিক অধিকার হরণ করা হয়। আন্তর্জাতিক পর্যায়েও এই ধরণের পদক্ষেপ সমালোচিত হলেও, নেতানিয়াহু সরকার দাবি করেছে, হামাসকে নির্মূল করতে যা প্রয়োজন, তাই তারা করছে।
বর্তমান প্রেক্ষাপটে ইসরাইলি সুপ্রিম কোর্টের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আদালত স্পষ্টভাবে বলেছে, বন্দিদের মৌলিক অধিকার ও অস্তিত্বের স্তর নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং এটি মানবিক ও আইনি পর্যায়ে অক্ষুণ্ণ রাখতে হবে। বিশ্ব সম্প্রদায়ের নজর এখন ফিলিস্তিনি বন্দিদের পরিস্থিতিতে। এই রায় আন্তর্জাতিক চাপ, মানবিক দাবিসহ ইসরাইলি সরকারের আচরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আগামী দিনে বন্দিদের জীবনমান এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণে প্রভাব ফেলতে পারে।
এদিকে, দখলদার ইসরাইলি সরকার জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বন্দিদের দৈনন্দিন খাবার ও চিকিৎসা নিশ্চিত হয়।