ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপে ইতালি

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 126
পুবের কলম ওয়েব ডেস্ক: ২০০৭ সাল থেকে শুরু হওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে এ পর্যন্ত মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ২৬তম দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে ইতালি।
নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে তারা প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। ২০০৬ সালে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।
ইউরোপ থেকে ইতালির সঙ্গে নেদারল্যান্ডসও জায়গা করে নিয়েছে এই কুড়ি-বিশের বিশ্বকাপে। গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসে মোট পাঁচটি দল (নেদারল্যান্ডস, ইতালি, স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি) এই দুটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাছাইয়ের শেষ দিনে নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ইতালি।
প্রথমে ব্যাট করে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুললে ডাচরা ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। নেদারল্যান্ডসের কাছে হারলেও, নেট রান রেটের কারণে ইতালি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে।
লিগ পদ্ধতির এই বাছাইপর্বে ৪ ম্যাচে সর্বোচ্চ ৬ পয়েন্ট পেয়েছে নেদারল্যান্ডস। ইতালি ও জার্সি দুই দলের পয়েন্টই ৫ করে হলেও, ইতালির রান রেট (০.৬১২) জার্সির (০.৩০৬) চেয়ে বেশি হওয়ায় তারাই দ্বিতীয় স্থান অর্জন করে।