১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের মাও নাশকতা, আইইডি বিস্ফোরণে নিহত আইটিবিপি আধিকারিক, জখম আরও ১

মাসুদ আলি
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক : ফের ছত্তীশগড়ে মাওবাদী নাশকতা। আইইডি বিস্ফোরণে নিহত আইটিবিপি আধিকারিক। আইইডি বিস্ফোরণে গুরুতর জখম এক হেড কনস্টেবলও। আহত কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে ছত্তীশগড়ের দনদ্রিবেদা এবং সোনপুর গ্রামের মাঝে একটি জায়গায় এই বিস্ফোরণ ঘটে।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি বলেছেন ঘটনাটি ঘটেছে দোন্দ্রিবেদা এবং সোনেপুর গ্রামের মাঝামাঝি জায়গায়। সকাল ৮.৩০ টার দিকে আইটিবিপি-র ৫৩ তম ব্যাটালিয়ন রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে সেই সময় টহল দিচ্ছিল। মাওবাদীরা যে আইইডি রেখেছিল, তা তারা বুঝে উঠতে পারেনি যে সেখানে আগে থেকেই আইইডি পোঁতা ছিল।জওয়ানরা টহল দিতে গিয়ে ওই এলাকায় পৌঁছোলেই বিকট শব্দে ঘটে যায় বিস্ফোরণ। বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং নিহত হন, এবং হেড কনস্টেবল মহেশ আহত হন। আহত জওয়ানকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন বস্তার রেঞ্জের ডিজি সু্ন্দররাজ পি।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইইডি বিস্ফোরণে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং নিহত হয়েছেন। বিস্ফোরণে হেড কনস্টেবল মহেশ আহত হয়েছেন। আহত জওয়ানকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, বিস্ফোরণের পরেই এলাকায় পৌঁছে যায় বিশাল নিরাপত্তাবাহিনী। গেটাা এলাকা ঘিরে ফেলা হয়। লাগোয়া বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের মাও নাশকতা, আইইডি বিস্ফোরণে নিহত আইটিবিপি আধিকারিক, জখম আরও ১

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ফের ছত্তীশগড়ে মাওবাদী নাশকতা। আইইডি বিস্ফোরণে নিহত আইটিবিপি আধিকারিক। আইইডি বিস্ফোরণে গুরুতর জখম এক হেড কনস্টেবলও। আহত কনস্টেবলকে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে ছত্তীশগড়ের দনদ্রিবেদা এবং সোনপুর গ্রামের মাঝে একটি জায়গায় এই বিস্ফোরণ ঘটে।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দররাজ পি বলেছেন ঘটনাটি ঘটেছে দোন্দ্রিবেদা এবং সোনেপুর গ্রামের মাঝামাঝি জায়গায়। সকাল ৮.৩০ টার দিকে আইটিবিপি-র ৫৩ তম ব্যাটালিয়ন রাস্তা নির্মাণ কাজের নিরাপত্তা নিশ্চিত করতে সেই সময় টহল দিচ্ছিল। মাওবাদীরা যে আইইডি রেখেছিল, তা তারা বুঝে উঠতে পারেনি যে সেখানে আগে থেকেই আইইডি পোঁতা ছিল।জওয়ানরা টহল দিতে গিয়ে ওই এলাকায় পৌঁছোলেই বিকট শব্দে ঘটে যায় বিস্ফোরণ। বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং নিহত হন, এবং হেড কনস্টেবল মহেশ আহত হন। আহত জওয়ানকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই আধিকারিক জানিয়েছেন বস্তার রেঞ্জের ডিজি সু্ন্দররাজ পি।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইইডি বিস্ফোরণে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র সিং নিহত হয়েছেন। বিস্ফোরণে হেড কনস্টেবল মহেশ আহত হয়েছেন। আহত জওয়ানকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে, বিস্ফোরণের পরেই এলাকায় পৌঁছে যায় বিশাল নিরাপত্তাবাহিনী। গেটাা এলাকা ঘিরে ফেলা হয়। লাগোয়া বেশ কয়েকটি এলাকায় তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী।

আরও পড়ুন: Chhattisgarh: বস্তারে আত্মসমর্পণ আরও ৩০ Naxals-র!

আরও পড়ুন: IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান