০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে উপরে উঠল যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়

আবুল খায়ের
  • আপডেট : ৫ জুন ২০২৪, বুধবার
  • / 68

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলার দুই বিশ্ববিদ্যালয় ভালো করল। বুধবার সকালে প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ সালের তালিকা। সেই অনুযায়ী ভারতের তালিকায় ২১ এবং ২২ নম্বরে স্থান করে নিয়েছে যথাক্রমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয় বিশ্বসেরার র‌্যাঙ্কের দিকে তাকালে দেখা যাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে ৭৪১-৭৫০ নম্বরে ছিল। এবার হল ৭২১-৭৩০। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা র‌্যাঙ্কে আগের বছর ছিল ৮০১-৮৫০, এই বছর হয়েছে ৭৫১-৭৬০।

প্রকাশিত এই তালিকায় বিশ্বের সেরা ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় এই বছর নিয়ে মোট তেরো বারের জন্য ‘বিশ্বের সেরা ইনস্টিটিউট’-এর স্থান ধরে রেখেছে।

প্রকাশিত এই তালিকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে এগিয়ে এসেছে। যেখানে ২০২৪-এ ১৪৯ নম্বরে ছিল আইআইটি বম্বের। সেখানে ২০২৫ র‌্যাঙ্কিং-এ ১১৮-তে উঠে এসেছে। অর্থাৎ ৩১টি ধাপ উন্নতি হয়েছে সেটির। গত বছরের মতো, আইআইটি বম্বের পর আইআইটি দিল্লি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। যেখানে আইআইটি দিল্লি ৪৭তম র‌্যাঙ্কে (গত বছর ১৯৭ থেকে এবার ১৫০-এ) উঠেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ২২৫ থেকে ২১১ উঠেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর চতুর্থ স্থান অর্জন করেছে। ২৭১ থেকে এবার ২২২-এ চলে এসেছে বিশ্বের তালিকায়। এর পর আইআইটি মাদ্রাজ, তারপর আইআইটি কানপুর।দিল্লি ইউনিভার্সিটির (ডিইউ) উন্নতি সবচেয়ে বেশি। গত বছর ডিইউয়ের র‍্যাঙ্ক ছিল ৪০৭। যা এই বছর উঠে এসেছে ৩২৮-এ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত বছরের নবম থেকে এবার সপ্তম স্থানে উন্নীত হয়েছে। শীর্ষ ২০-তে অন্যান্য বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে আইআইটি-হায়দরাবাদ, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লি, মুম্বই বিশ্ববিদ্যালয়-সহ আরও একাধিক নাম। মোট ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কে উঠে এসেছে। যেখানে ২৪ শতাংশ তাদের আগের স্থান ধরে রেখেছে। অন্যদিকে, ৯ শতাংশ র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে এবং তিনটি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নতুনভাবে নথিভুক্ত হয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে উপরে উঠল যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়

আপডেট : ৫ জুন ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলার দুই বিশ্ববিদ্যালয় ভালো করল। বুধবার সকালে প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫ সালের তালিকা। সেই অনুযায়ী ভারতের তালিকায় ২১ এবং ২২ নম্বরে স্থান করে নিয়েছে যথাক্রমে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয় বিশ্বসেরার র‌্যাঙ্কের দিকে তাকালে দেখা যাবে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে ৭৪১-৭৫০ নম্বরে ছিল। এবার হল ৭২১-৭৩০। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা র‌্যাঙ্কে আগের বছর ছিল ৮০১-৮৫০, এই বছর হয়েছে ৭৫১-৭৬০।

প্রকাশিত এই তালিকায় বিশ্বের সেরা ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় এই বছর নিয়ে মোট তেরো বারের জন্য ‘বিশ্বের সেরা ইনস্টিটিউট’-এর স্থান ধরে রেখেছে।

প্রকাশিত এই তালিকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে এগিয়ে এসেছে। যেখানে ২০২৪-এ ১৪৯ নম্বরে ছিল আইআইটি বম্বের। সেখানে ২০২৫ র‌্যাঙ্কিং-এ ১১৮-তে উঠে এসেছে। অর্থাৎ ৩১টি ধাপ উন্নতি হয়েছে সেটির। গত বছরের মতো, আইআইটি বম্বের পর আইআইটি দিল্লি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। যেখানে আইআইটি দিল্লি ৪৭তম র‌্যাঙ্কে (গত বছর ১৯৭ থেকে এবার ১৫০-এ) উঠেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ২২৫ থেকে ২১১ উঠেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর চতুর্থ স্থান অর্জন করেছে। ২৭১ থেকে এবার ২২২-এ চলে এসেছে বিশ্বের তালিকায়। এর পর আইআইটি মাদ্রাজ, তারপর আইআইটি কানপুর।দিল্লি ইউনিভার্সিটির (ডিইউ) উন্নতি সবচেয়ে বেশি। গত বছর ডিইউয়ের র‍্যাঙ্ক ছিল ৪০৭। যা এই বছর উঠে এসেছে ৩২৮-এ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত বছরের নবম থেকে এবার সপ্তম স্থানে উন্নীত হয়েছে। শীর্ষ ২০-তে অন্যান্য বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে আইআইটি-হায়দরাবাদ, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লি, মুম্বই বিশ্ববিদ্যালয়-সহ আরও একাধিক নাম। মোট ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কে উঠে এসেছে। যেখানে ২৪ শতাংশ তাদের আগের স্থান ধরে রেখেছে। অন্যদিকে, ৯ শতাংশ র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে এবং তিনটি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নতুনভাবে নথিভুক্ত হয়েছে।