২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ ধনখড়ের, রাজনৈতিক গুঞ্জন শুরু

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো চিঠিতে জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি পদ ছাড়ছেন বলে উল্লেখ করেছেন।

চিঠিতে ধনখড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তিনি সর্বদা সহযোগিতা ও সমর্থন পেয়েছেন।
তবে জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ সোমবারই তিনি রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছিলেন, অথচ রাতেই ইস্তফার ঘোষণা করেন।
তৃণমুল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফা।
শুধু স্বাস্থ্যই কারণ? যদি হয়, সুস্থ হয়ে উঠুন।
অন্যথায়, কৌতূহল থাকল।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ ধনখড়ের, রাজনৈতিক গুঞ্জন শুরু

আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো চিঠিতে জানিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি পদ ছাড়ছেন বলে উল্লেখ করেছেন।

চিঠিতে ধনখড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উপরাষ্ট্রপতি থাকাকালীন প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তিনি সর্বদা সহযোগিতা ও সমর্থন পেয়েছেন।
তবে জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ সোমবারই তিনি রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছিলেন, অথচ রাতেই ইস্তফার ঘোষণা করেন।
তৃণমুল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের ইস্তফা।
শুধু স্বাস্থ্যই কারণ? যদি হয়, সুস্থ হয়ে উঠুন।
অন্যথায়, কৌতূহল থাকল।’