২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ICC’র চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ, ছাড়ছেন BCCI

পুবের কলম ওয়েব ডেস্ক:

এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নিঃসন্দেহে জয় শাহ । ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র রয়েছেন বিসিসিআই সচিবের পদে। একই সাথে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ACC-র শীর্ষপদেও রয়েছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিজবাজ জানাচ্ছে যে দেশ, মহাদেশ ছাড়িয়ে বর্তমানে বিশ্বক্রিকেটের সর্বেসর্বা হয়ে ওঠার দিকে এগোতে চলেছেন তিনি। আপাতত আইসিসি C) চেয়ারম্যানের মসনদের দিকেই নজর তাঁর। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসতে গেলে আগে এশীয় সংস্থার চেয়ার ছাড়তে হবে তাঁকে। না হলে থাকছে স্বার্থের সংঘাতের সম্ভাবনা। আগামী দিনকয়েকের মধ্যেই জয় শাহ  সেই পদক্ষেপ নিতে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞমহলের।

এশীয় ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভা রয়েছে আগামী কিছুদিনের মধ্যে। পূর্ব এশিয়ার বালিতে বৈঠকে মিলিত হবেন এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ক্রিকেট কর্তারা। আগামী বছরের এশিয়া কাপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা সেখানে। নেওয়া হতে পারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এসিসি প্রেসিডেন্ট নির্বাচন সভার অ্যাজেন্ডাতে না থাকলেও বালিতেই সভাপতির কুরসী ছেড়ে দিতে পারেন জয় শাহ। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি কেবল দুই বছর থাকতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের) সর্বোচ্চ পদে। জয় শাহের দ্বিতীয় বছর চলছে এখনই। মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়াতে পারেন তিনি। পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হবে কিনা সে সম্পর্কে কোন তথ্য মেলে নি আপাতত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হাদি হত্যা নিয়ে বাংলাদেশ পুলিশের দাবি নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ICC’র চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ, ছাড়ছেন BCCI

আপডেট : ৩১ জানুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

এই মুহূর্তে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন নিঃসন্দেহে জয় শাহ । ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র রয়েছেন বিসিসিআই সচিবের পদে। একই সাথে এশীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ACC-র শীর্ষপদেও রয়েছেন তিনি। জনপ্রিয় ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিজবাজ জানাচ্ছে যে দেশ, মহাদেশ ছাড়িয়ে বর্তমানে বিশ্বক্রিকেটের সর্বেসর্বা হয়ে ওঠার দিকে এগোতে চলেছেন তিনি। আপাতত আইসিসি C) চেয়ারম্যানের মসনদের দিকেই নজর তাঁর। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে বসতে গেলে আগে এশীয় সংস্থার চেয়ার ছাড়তে হবে তাঁকে। না হলে থাকছে স্বার্থের সংঘাতের সম্ভাবনা। আগামী দিনকয়েকের মধ্যেই জয় শাহ  সেই পদক্ষেপ নিতে চলেছে বলে ধারণা বিশেষজ্ঞমহলের।

এশীয় ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভা রয়েছে আগামী কিছুদিনের মধ্যে। পূর্ব এশিয়ার বালিতে বৈঠকে মিলিত হবেন এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ক্রিকেট কর্তারা। আগামী বছরের এশিয়া কাপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা সেখানে। নেওয়া হতে পারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এসিসি প্রেসিডেন্ট নির্বাচন সভার অ্যাজেন্ডাতে না থাকলেও বালিতেই সভাপতির কুরসী ছেড়ে দিতে পারেন জয় শাহ। নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি কেবল দুই বছর থাকতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের) সর্বোচ্চ পদে। জয় শাহের দ্বিতীয় বছর চলছে এখনই। মেয়াদ ফুরানোর আগেই সরে দাঁড়াতে পারেন তিনি। পরবর্তী প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হবে কিনা সে সম্পর্কে কোন তথ্য মেলে নি আপাতত।