০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট চলাকালিন মুহাম্মদ শামিকে লক্ষ্য করে নরেন্দ্র  মোদি স্টেডিয়ামে ‘জয় শ্রীরাম’ স্লোগান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার
  • / 40

পুবের কলম ওয়েব ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে। আহমদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট যদি রোহিত শর্মারা জিততে না পারেন, তাহলে আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারবে না। এমন পরিস্থিতিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন ভারতীয় পেসার মুহাম্মদ শামি ।

 

আরও পড়ুন: ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’ জার্সি পরে হঠাৎ মাঠে যুবক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নাগপুর ও দিল্লির পর আহমদাবাদ  টেস্টেও বাইশ গজে আগুন ঝরাচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে সেই মুহাম্মদ শামিকে লক্ষ্য করে শনিবার নরেন্দ্র  মোদি স্টেডিয়ামের গ্যালারি থেকে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান।অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টের মধ্যে শামিকে লক্ষ্য করে একদল দর্শকের এহেন আচরণে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

 

আরও পড়ুন: ভারতীয় দলে শামি না থাকায় ক্ষুব্ধ শাস্ত্রী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টের মধ্যে ঘটল এমন ঘটনা। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানে শুরুতে সূর্যকুমার যাদবকে উদ্দেশ্য করে একদল সমর্থক জয়ধ্বনি তুলতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে শামিকে দেখে তারাই আবার জোর পূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।

তার মধ্যে আবার বেশ কয়েক’জন শামির নাম করেই চিৎকার করতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝে ‘জয় শ্রীরাম’ধ্বনি তোলা দর্শকদের হাত জোড় করে চুপ করতে বলেন সূর্যকুমার যাদব। সেই পরিস্থিতিতে শামি  কোনও প্রতিক্রিয়া দেননি।  এমনকি ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা বিষয়টিকে একেবারেই পাত্তা দেননি।সেই সময় তারা নিজেদের মধ্যেই কথাবার্তা চালিয়ে যান।

শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানের ভিডিয়ো অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। যদিও এ ব্যাপারে বিসিসিআই  কিংবা গুজরাত ক্রিকেট সংস্থার তরফ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি।

 

বোর্ড এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানালেও, মোদিরাজ্যে দর্শকদের এমন আচরণে বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন, যে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি জমকালো অনুষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সূচনা করলেন, সেখানে কিভাবে এক ভিনধর্মের ক্রিকেটারকে এভাবে মাঠের মধ্যে অপমানিত করা হল? এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেই দাবি করছেন নেটিজেনদের একাংশ। যারা গ্যালারি থেকে এমন আচরণ করলেন, তাদের শাস্তির দাবিও তুলেছেন অনেকেই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেস্ট চলাকালিন মুহাম্মদ শামিকে লক্ষ্য করে নরেন্দ্র  মোদি স্টেডিয়ামে ‘জয় শ্রীরাম’ স্লোগান

আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে। আহমদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট যদি রোহিত শর্মারা জিততে না পারেন, তাহলে আইসিসি টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে পারবে না। এমন পরিস্থিতিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে বোলিং করছেন ভারতীয় পেসার মুহাম্মদ শামি ।

 

আরও পড়ুন: ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’ জার্সি পরে হঠাৎ মাঠে যুবক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নাগপুর ও দিল্লির পর আহমদাবাদ  টেস্টেও বাইশ গজে আগুন ঝরাচ্ছেন তিনি। এমন এক পরিস্থিতিতে সেই মুহাম্মদ শামিকে লক্ষ্য করে শনিবার নরেন্দ্র  মোদি স্টেডিয়ামের গ্যালারি থেকে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান।অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই টেস্টের মধ্যে শামিকে লক্ষ্য করে একদল দর্শকের এহেন আচরণে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: বুমরাহর বদলি মুহাম্মদ শামি, নিশ্চিত করল বিসিসিআই

 

আরও পড়ুন: ভারতীয় দলে শামি না থাকায় ক্ষুব্ধ শাস্ত্রী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্টের মধ্যে ঘটল এমন ঘটনা। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেখানে শুরুতে সূর্যকুমার যাদবকে উদ্দেশ্য করে একদল সমর্থক জয়ধ্বনি তুলতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে শামিকে দেখে তারাই আবার জোর পূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।

তার মধ্যে আবার বেশ কয়েক’জন শামির নাম করেই চিৎকার করতে থাকেন। পরিস্থিতি বেগতিক বুঝে ‘জয় শ্রীরাম’ধ্বনি তোলা দর্শকদের হাত জোড় করে চুপ করতে বলেন সূর্যকুমার যাদব। সেই পরিস্থিতিতে শামি  কোনও প্রতিক্রিয়া দেননি।  এমনকি ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা বিষয়টিকে একেবারেই পাত্তা দেননি।সেই সময় তারা নিজেদের মধ্যেই কথাবার্তা চালিয়ে যান।

শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানের ভিডিয়ো অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। যদিও এ ব্যাপারে বিসিসিআই  কিংবা গুজরাত ক্রিকেট সংস্থার তরফ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি।

 

বোর্ড এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানালেও, মোদিরাজ্যে দর্শকদের এমন আচরণে বিতর্কের ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন, যে টেস্ট সিরিজের শেষ ম্যাচটি জমকালো অনুষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সূচনা করলেন, সেখানে কিভাবে এক ভিনধর্মের ক্রিকেটারকে এভাবে মাঠের মধ্যে অপমানিত করা হল? এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেই দাবি করছেন নেটিজেনদের একাংশ। যারা গ্যালারি থেকে এমন আচরণ করলেন, তাদের শাস্তির দাবিও তুলেছেন অনেকেই।