০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 27

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বোর্নিও দ্বীপের পূর্ব  প্রান্তের একটি স্থানকে নতুন রাজধানী হিসেবে বেছে নিল ইন্দোনেশিয়া। এটি দেশটির ইস্ট কালিমানতান প্রদেশে অবস্থিত। মঙ্গলবার দেশটির সংসদে জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে রাজধানী স্থানান্তর করার একটি বিল পাস হয়। এবার  জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী  হচ্ছে ‘নুসান্তারা’। ইন্দোনেশিয়ার সমগ্র দ্বীপপুঞ্জকে বোঝাতে ’নুসান্তারা’ নামকরণ করা হয়েছে  রাজধানীটির। দেশটির জাতীয়  উন্নয়ন  পরিকল্পনা মন্ত্রী সুহার্সো মনোরফা বলেছেন– প্রেসিডেন্ট জোকো উইদোদো এই নামের প্রস্তাব  করেন। ইস্ট কালিমানতান প্রদেশের নুসান্তারা নামের এই নতুন রাজধানী– জাকার্তা থেকে উত্তরপূর্বে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে কেন্দ্রীয় সরকার পরিচালনা– ব্যবসাবাণিজ্য– অর্থনীতি এবং বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনার মূল কেন্দ্র জাকার্তা। ধীরে ধীরে নুসান্তারায় সবকিছুই স্থানান্তরিক করা হবে। নতুন রাজধানীর উন্নয়ন কাজ শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ। আইনের সর্বশেষ খসড়া অনুযায়ী– নতুন রাজধানীর প্রস্তুতি– উন্নয়ন এবং স্থানান্তরকে  গুরুত্ব দিয়ে ১০ বছরের জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশটির সরকারের বরাদ্দ করা জায়গায় বিদেশি রাষ্ট্রের  দূতাবাস–

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

 

বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি অফিস তৈরি হবে। দেশটির প্রেসিডেন্ট উইদোদো ২০১৯ সালের শেষ দিকে তার দ্বিতীয় মেয়াদ শুরু করার পরেই রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা  করেছিলেন। কিন্তু মহামারির কারণে পিছিয়ে পড়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ। রাজধানী পরিবর্তনের এই উচ্চাকাঙ্খী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইন্দোনেশিয়া সরকারকে প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। জানা গেছে– যানজটের কারণে বেহাল অবস্থা বর্তমান রাজধানী জাকার্তার। তবে রাজধানী সরিয়ে নেওয়ার পেছনে আরও নানাবিধ কারণ রয়েছে। প্রায় অর্ধেক জাকার্তার বর্তমান অবস্থান সমুদ্রপৃষ্ঠের নিচে। সেখানকার বহু মানুষ জলাভূমিতে বসবাস করছেন। জাকার্তা নগরীর বেশ কিছু এলাকা ২৫ সেন্টিমিটারের বেশি তলিয়ে যায় প্রতিবছর। মূলত জাকার্তা শহরটি জাভা সাগর দ্বারা পরিবেষ্টিত এবং এটির মধ্য দিয়ে ১৩টি নদী বয়ে গেছে।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমুদ্রে তলিয়ে যাচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’

আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বোর্নিও দ্বীপের পূর্ব  প্রান্তের একটি স্থানকে নতুন রাজধানী হিসেবে বেছে নিল ইন্দোনেশিয়া। এটি দেশটির ইস্ট কালিমানতান প্রদেশে অবস্থিত। মঙ্গলবার দেশটির সংসদে জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে রাজধানী স্থানান্তর করার একটি বিল পাস হয়। এবার  জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী  হচ্ছে ‘নুসান্তারা’। ইন্দোনেশিয়ার সমগ্র দ্বীপপুঞ্জকে বোঝাতে ’নুসান্তারা’ নামকরণ করা হয়েছে  রাজধানীটির। দেশটির জাতীয়  উন্নয়ন  পরিকল্পনা মন্ত্রী সুহার্সো মনোরফা বলেছেন– প্রেসিডেন্ট জোকো উইদোদো এই নামের প্রস্তাব  করেন। ইস্ট কালিমানতান প্রদেশের নুসান্তারা নামের এই নতুন রাজধানী– জাকার্তা থেকে উত্তরপূর্বে দুই হাজার কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে কেন্দ্রীয় সরকার পরিচালনা– ব্যবসাবাণিজ্য– অর্থনীতি এবং বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনার মূল কেন্দ্র জাকার্তা। ধীরে ধীরে নুসান্তারায় সবকিছুই স্থানান্তরিক করা হবে। নতুন রাজধানীর উন্নয়ন কাজ শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ। আইনের সর্বশেষ খসড়া অনুযায়ী– নতুন রাজধানীর প্রস্তুতি– উন্নয়ন এবং স্থানান্তরকে  গুরুত্ব দিয়ে ১০ বছরের জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশটির সরকারের বরাদ্দ করা জায়গায় বিদেশি রাষ্ট্রের  দূতাবাস–

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ধসে মৃত ৩৭, এখনো নিখোঁজ ২৬

 

বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি অফিস তৈরি হবে। দেশটির প্রেসিডেন্ট উইদোদো ২০১৯ সালের শেষ দিকে তার দ্বিতীয় মেয়াদ শুরু করার পরেই রাজধানী স্থানান্তরের পরিকল্পনা ঘোষণা  করেছিলেন। কিন্তু মহামারির কারণে পিছিয়ে পড়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ। রাজধানী পরিবর্তনের এই উচ্চাকাঙ্খী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইন্দোনেশিয়া সরকারকে প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হবে। জানা গেছে– যানজটের কারণে বেহাল অবস্থা বর্তমান রাজধানী জাকার্তার। তবে রাজধানী সরিয়ে নেওয়ার পেছনে আরও নানাবিধ কারণ রয়েছে। প্রায় অর্ধেক জাকার্তার বর্তমান অবস্থান সমুদ্রপৃষ্ঠের নিচে। সেখানকার বহু মানুষ জলাভূমিতে বসবাস করছেন। জাকার্তা নগরীর বেশ কিছু এলাকা ২৫ সেন্টিমিটারের বেশি তলিয়ে যায় প্রতিবছর। মূলত জাকার্তা শহরটি জাভা সাগর দ্বারা পরিবেষ্টিত এবং এটির মধ্য দিয়ে ১৩টি নদী বয়ে গেছে।