০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে জামাআতে ইসলামী হিন্দ 

মারুফা খাতুন
  • আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 223

মোকতার হোসেন মন্ডল : পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিল জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনের জাতীয় সম্পাদক মাওলানা শফি মাদানি ও অন্যান্য নেতৃত্ব কপুরথলা, পাঠানকোট ও জালন্ধরের একাধিক গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন।

বিশেষ করে পাঠানকোটের কলিয়া গ্রামে বন্যার পানিতে ভেসে যায় প্রায় ৩০টি কংক্রিটের বাড়ি। প্রাণ হারান তিন শিশু ও তাঁদের ৭৫ বছরের দাদী। প্রতিনিধিদল স্থানীয় সিখ নেতা, নোডাল অফিসার ও দুর্গতদের সঙ্গে আলোচনা করে খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও পানীয় জলের মতো জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি চিহ্নিত করে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

ইতিমধ্যেই জামাতের স্বেচ্ছাসেবীরা ব্রাইট ফিউচার সোসাইটির সহযোগিতায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন এবং ঘরবাড়ি হারানো পরিবারগুলিকে সহায়তা করছেন। মাওলানা শফি মাদানি প্রতিশ্রুতি দেন, ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত তাঁদের পাশে থাকবে জামাআতে ইসলামী হিন্দ।

আরও পড়ুন: পাঞ্জাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য অভিনেতা অক্ষয় কুমারের

তিনি সরকারের কাছেও দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান করেন, দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে।

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঞ্জাবে বন্যা দুর্গতদের পাশে জামাআতে ইসলামী হিন্দ 

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

মোকতার হোসেন মন্ডল : পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিল জামাআতে ইসলামী হিন্দ। সংগঠনের জাতীয় সম্পাদক মাওলানা শফি মাদানি ও অন্যান্য নেতৃত্ব কপুরথলা, পাঠানকোট ও জালন্ধরের একাধিক গ্রাম ঘুরে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেন।

বিশেষ করে পাঠানকোটের কলিয়া গ্রামে বন্যার পানিতে ভেসে যায় প্রায় ৩০টি কংক্রিটের বাড়ি। প্রাণ হারান তিন শিশু ও তাঁদের ৭৫ বছরের দাদী। প্রতিনিধিদল স্থানীয় সিখ নেতা, নোডাল অফিসার ও দুর্গতদের সঙ্গে আলোচনা করে খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও পানীয় জলের মতো জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি চিহ্নিত করে।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

ইতিমধ্যেই জামাতের স্বেচ্ছাসেবীরা ব্রাইট ফিউচার সোসাইটির সহযোগিতায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন এবং ঘরবাড়ি হারানো পরিবারগুলিকে সহায়তা করছেন। মাওলানা শফি মাদানি প্রতিশ্রুতি দেন, ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারা পর্যন্ত তাঁদের পাশে থাকবে জামাআতে ইসলামী হিন্দ।

আরও পড়ুন: পাঞ্জাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য অভিনেতা অক্ষয় কুমারের

তিনি সরকারের কাছেও দ্রুত ত্রাণ ও ক্ষতিপূরণের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান করেন, দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে।

আরও পড়ুন: প্রয়াত হলেন দেশভাগের একমাত্র সাক্ষী রাম কৃষণ সিং