আইসিসি টেস্ট ক্রিকেট: বোলারদের শীর্ষে বুমরাহ, ব্যাটারদের তালিকায় জো রুট

- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 27
মারুফা খাতুন: টেস্ট ক্রিকেট আইসিসি-এর ranking অনুযায়ী অন্যতম সেরা বোলার হিসেবে জসপ্রীত বুমরাহ শীর্ষ স্থানে রয়েছে। ঠিক তার পরেই আছেন সাউথ আফ্রিকা-এর কাগিসো রাবাদা আর তৃতীয় স্থানে তাঁরই সতীর্থ ম্যাক্রো জনশেন।
পাকিস্তানের নোমান আলি, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি যারা নন-অস্ট্রেলিয়ান হিসেবে টপ ১০-এ আছেন। ফাস্ট বোলার স্কট বোলান্ড ঊল্লেখযোগ্যভাবে ষষ্ঠ স্থানে আছেন যা তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে। এছাড়াও প্যাট কামিন্স, যশ হ্যাজেলউড, নাথান লায়ন এবং মিকেল স্টারক রয়েছেন।
কিন্তু ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের জো রুট শীর্ষ স্থান দখল করে রেখেছেন। লরডসে চলমান ভারতের সঙ্গে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে রুটের ১০৪ রান ও ৪০তম ইনিংস ছিল খুবই গুরুত্বপূর্ণ যার ফলে ইংল্যান্ড ২২ রানে জয়ী হয়। কুমার সাঙ্গাকারার পরে ৩৪ বছর বয়সী এই তারকা হলেন সবচেয়ে পুরনো এক নং টেস্ট ব্যাটস্ম্যান। আর ভারতীয়দের মধ্যে অপেনার যশস্বী জয়সওয়াল ও সহ-অধিনায়ক রিসভ পন্থ ফর্মে না থাকায় যথারীতি পঞ্চম স্থানে ও অষ্টম স্থানে রয়েছেন। এমনকি অধিনায়ক শুভমন গিল-ও তৃতীয় স্থান থেকে নেমে নবম সথানে রয়েছেন। লরডসের মাঠে রবীন্দ্র জাদেজার ৬১ রানে নট আউট থাকায় তাঁকে ব্যাটস্ম্যান হিসেবে ৩৪নং পজিশনে এগিয়ে রেখেছে। যেখানে ওপেনিং ব্যাটস্ম্যান কে এল রাহুল ৩৫নং স্থা