১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একমাস পর বাড়ি ফিরে দেশবাসীকে ধন্যবাদ জানালেন জওয়ান পূর্ণমকুমার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক রেঞ্জার্সের হাত থেকে ছাড়া পেয়েছেন বাংলার জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার হুগলির রিষড়ায় নিজের বাড়ি ফিরেছেন তিনি। বন্দি হওয়ার দিন দশেক পর দেশে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার। বন্দিমুক্তি হয়ে বাড়ি ফিরে একথা জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। বাড়ি ফেরার গোটা ঘটনাকে তাঁর পুনর্জন্ম বলে মনে করছেন রিষড়ার বীর সন্তান।

“প্রথমে যখন আটক করা হয়, ভেবেছিলাম দিন তিন-চারেকের মধ্যে ছাড়া পেয়ে যাব। কিন্তু তা না হওয়ায়, দশদিন পেরিয়ে যাওয়ার পর ভেবেছিলাম আর দেশে ফেরা হবে না। ওখানেই যা হওয়ার হবে।” জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম।  পাক রেঞ্জার্সদের হাতে বন্দি থাকার সময়ই অপারেশন সিঁদুর চালায় ভারত। অপারেশন সিঁদুর নিয়ে জিজ্ঞাসা করা হলে পূর্ণম বলেন, “আমি ওখানে থাকার সময় কিছু জানতে পারেনি। দেশে ফিরে খবর দেখে জানতে পারি অপারেশন চলেছে।” পাক রেঞ্জার্স তাঁর উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

স্বামীর বন্দিমুক্তির জন্য প্রতি শনিবার ব্রত পালন করছেন স্ত্রী রজনী সাউ। শুক্রবার বাড়ি ফিরেছেন স্বামী। শনিবার সকালে ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন স্ত্রী রজনী। রজনী বলেন, “প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো করি। কিন্তু যেদিন থেকে স্বামীর পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি, সেদিন থেকেই প্রতি শনিবার মন্দিরে পুজো দিই। এখনও পর্যন্ত তিনটে শনিবার পালন হয়েছে মোট ষোলটা শনিবার পালন করব।”  শনিবার সকালে বিজেপির প্রতিনিধি দল এসেছিল পুর্ণমের বাড়িতে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও কলে কথা বলেছেন পূর্ণমের সঙ্গে। পূর্ণমের বাড়ি ফেরায় শুধু বাড়িতে নয়, গোটা রিষড়াজুড়ে উৎসবের মরসুম।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম
সর্বধিক পাঠিত

বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, পরামর্শদাতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক অক্লান্ত কর্মী ড: মুহাম্মদ মনজুর আলম ইন্তেকাল করেছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একমাস পর বাড়ি ফিরে দেশবাসীকে ধন্যবাদ জানালেন জওয়ান পূর্ণমকুমার

আপডেট : ২৪ মে ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক রেঞ্জার্সের হাত থেকে ছাড়া পেয়েছেন বাংলার জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার হুগলির রিষড়ায় নিজের বাড়ি ফিরেছেন তিনি। বন্দি হওয়ার দিন দশেক পর দেশে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমকুমার। বন্দিমুক্তি হয়ে বাড়ি ফিরে একথা জানিয়েছেন তিনি। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। বাড়ি ফেরার গোটা ঘটনাকে তাঁর পুনর্জন্ম বলে মনে করছেন রিষড়ার বীর সন্তান।

“প্রথমে যখন আটক করা হয়, ভেবেছিলাম দিন তিন-চারেকের মধ্যে ছাড়া পেয়ে যাব। কিন্তু তা না হওয়ায়, দশদিন পেরিয়ে যাওয়ার পর ভেবেছিলাম আর দেশে ফেরা হবে না। ওখানেই যা হওয়ার হবে।” জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম।  পাক রেঞ্জার্সদের হাতে বন্দি থাকার সময়ই অপারেশন সিঁদুর চালায় ভারত। অপারেশন সিঁদুর নিয়ে জিজ্ঞাসা করা হলে পূর্ণম বলেন, “আমি ওখানে থাকার সময় কিছু জানতে পারেনি। দেশে ফিরে খবর দেখে জানতে পারি অপারেশন চলেছে।” পাক রেঞ্জার্স তাঁর উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

স্বামীর বন্দিমুক্তির জন্য প্রতি শনিবার ব্রত পালন করছেন স্ত্রী রজনী সাউ। শুক্রবার বাড়ি ফিরেছেন স্বামী। শনিবার সকালে ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দিয়েছেন স্ত্রী রজনী। রজনী বলেন, “প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো করি। কিন্তু যেদিন থেকে স্বামীর পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি, সেদিন থেকেই প্রতি শনিবার মন্দিরে পুজো দিই। এখনও পর্যন্ত তিনটে শনিবার পালন হয়েছে মোট ষোলটা শনিবার পালন করব।”  শনিবার সকালে বিজেপির প্রতিনিধি দল এসেছিল পুর্ণমের বাড়িতে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও কলে কথা বলেছেন পূর্ণমের সঙ্গে। পূর্ণমের বাড়ি ফেরায় শুধু বাড়িতে নয়, গোটা রিষড়াজুড়ে উৎসবের মরসুম।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম