১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইহুদি সৈন্যদের বিক্ষোভ

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 99

পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র-ডানপন্থী সরকারের বিরুদ্ধে ইসরাইলে শত শত  সেনাসদস্য ও রক্ষণশীল গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই বিক্ষোভ বুধবার সকালে শুরু হয় যা শুক্রবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে শেষ হওয়ার কথা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তাল রুশো বলেন, ‘আশা করছি, আমরা কোনও না কোনওভাবে নেতানিয়াহুর এই সংস্কার কার্যক্রম আটকাতে পারব। যারা বিচার বিভাগীয় সংশোধনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের আমরা কিছু বুদ্ধি দিতে চাই। তারা অবশ্য এরইমধ্যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন এবং এক কথায় তারা বিপজ্জনক।’ বিক্ষোভকারীরা দাবি করেন, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের প্রস্তাবিত সংস্কারগুলো ইসরাইলের ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই সংস্কার প্রস্তাবনাগুলো আইনে রূপ পেলে সুপ্রিম কোর্টের ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে যাবে। সরকার বিচারক বাছাইয়ের ক্ষমতা পাবে। এছাড়া আইনটি নেসেটে পাস হলে আর বিচারের মুখোমুখি হতে হবে না নেতানিয়াহু ও তার সঙ্গীদের। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রস্তাবিত এই বিচারিক সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টানা পঞ্চম সপ্তাহের মতো হাজার হাজার মানুষ ইসরাইলি শহরগুলোতে বিক্ষোভ করেছে। এরই ধারাবাহিকতায় এবার প্রাক্তন ও বর্তমান সেনারাও প্রতিবাদে যুক্ত হন।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেতানিয়াহুর বিরুদ্ধে ইহুদি সৈন্যদের বিক্ষোভ

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র-ডানপন্থী সরকারের বিরুদ্ধে ইসরাইলে শত শত  সেনাসদস্য ও রক্ষণশীল গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এই বিক্ষোভ বুধবার সকালে শুরু হয় যা শুক্রবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে শেষ হওয়ার কথা। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তাল রুশো বলেন, ‘আশা করছি, আমরা কোনও না কোনওভাবে নেতানিয়াহুর এই সংস্কার কার্যক্রম আটকাতে পারব। যারা বিচার বিভাগীয় সংশোধনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের আমরা কিছু বুদ্ধি দিতে চাই। তারা অবশ্য এরইমধ্যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন এবং এক কথায় তারা বিপজ্জনক।’ বিক্ষোভকারীরা দাবি করেন, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের প্রস্তাবিত সংস্কারগুলো ইসরাইলের ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই সংস্কার প্রস্তাবনাগুলো আইনে রূপ পেলে সুপ্রিম কোর্টের ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে যাবে। সরকার বিচারক বাছাইয়ের ক্ষমতা পাবে। এছাড়া আইনটি নেসেটে পাস হলে আর বিচারের মুখোমুখি হতে হবে না নেতানিয়াহু ও তার সঙ্গীদের। তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। প্রস্তাবিত এই বিচারিক সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টানা পঞ্চম সপ্তাহের মতো হাজার হাজার মানুষ ইসরাইলি শহরগুলোতে বিক্ষোভ করেছে। এরই ধারাবাহিকতায় এবার প্রাক্তন ও বর্তমান সেনারাও প্রতিবাদে যুক্ত হন।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু