২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক: ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। শনিবার তাই লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি নিয়ামরক্ষার ম্যাচ। কিন্তু ম্যাচটি নিয়মরক্ষার হলেও ভারতীয় দলের কাছে এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা এই ম্যাচ জিতে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চাইছেন।

এটাও অবশ্য বড় কারণ নয়। এই ম্যাচের আসল গুরুত্ব হল ঝুলন গোস্বামীর ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে এই ম্যাচে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাতে চলেছেন বাংলার ঝুলন। তাও আবার ঐতিহাসিক লর্ডসে। ভারতীয় দলের মহিলা ক্রিকেটারদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ‘ঝুলনদি’। অন্তত টিমে হরমনপ্রীত, স্মৃতিরা তাঁকে এই নামেই ডাকেন। সেই ‘ঝুলনদি’র শেষ ম্যাচে জিতে তাঁকে বিদায় সম্ভাষণ জানাতে চান ভারতীয় মহিলা ক্রিকেটাররা। ম্যাচটি তাই ভারতের কাছে খুব বিশেষ এক ম্যাচ।

আরও পড়ুন: বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

এমন একটি ম্যাচ এবার সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে সিএবি। সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন যাতে বাংলার ক্রিকেটপ্রেমীরা তাদের ঘরের মেয়ের শেষ আন্তর্জাতিক ম্যাচ বড় পর্দায় দেখতে পান সেই ব্যবস্থা করার। শনিবার ভারতীয় সময় বিকেল তিনটেয় লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল নামতে চলেছে। আইনক্স ফোরামে সেই ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে সিএবি।

ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছেন, ‘ঝুলনদি’র জন্য এই ম্যাচ আমাদের কাছে খুব বিশেষ একটা ম্যাচ। আমি যখন প্রথম জাতীয় দলের জার্সি গায়ে দিই, তখন ঝুলনদি ক্যাপ্টেন ছিলেন। আর আজ যখন তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তখন আমি এই দলের ক্যাপ্টেন। তাই একটা বিশেষ অনুভূতি কাজ করছে। সেই অনুভূতি থেকেই ম্যাচটা জিততে চাইছি। লর্ডস সকলের খুব প্রিয় মাঠ।

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

এই ঐতিহাসিক মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাবেন ঝুলনদি। তাই সিরিজ আমরা জিতে থাকলেও গা ভাসিয়ে খেলার কোনও কথাই নেই এই ম্যাচে। আমাদের প্রত্যেকের কাছে ঝুলন গোস্বামী অনুপ্রেরণার অপর নাম। তাই ম্যাচটা খুব বিশেষ হতে চলেছে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। শনিবার তাই লর্ডসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি নিয়ামরক্ষার ম্যাচ। কিন্তু ম্যাচটি নিয়মরক্ষার হলেও ভারতীয় দলের কাছে এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা এই ম্যাচ জিতে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চাইছেন।

এটাও অবশ্য বড় কারণ নয়। এই ম্যাচের আসল গুরুত্ব হল ঝুলন গোস্বামীর ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হতে চলেছে এই ম্যাচে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

আরও পড়ুন: সোমবারই ইংল্যান্ডে যাচ্ছেন কে এল রাহুল

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাতে চলেছেন বাংলার ঝুলন। তাও আবার ঐতিহাসিক লর্ডসে। ভারতীয় দলের মহিলা ক্রিকেটারদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ‘ঝুলনদি’। অন্তত টিমে হরমনপ্রীত, স্মৃতিরা তাঁকে এই নামেই ডাকেন। সেই ‘ঝুলনদি’র শেষ ম্যাচে জিতে তাঁকে বিদায় সম্ভাষণ জানাতে চান ভারতীয় মহিলা ক্রিকেটাররা। ম্যাচটি তাই ভারতের কাছে খুব বিশেষ এক ম্যাচ।

আরও পড়ুন: বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

এমন একটি ম্যাচ এবার সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে সিএবি। সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন যাতে বাংলার ক্রিকেটপ্রেমীরা তাদের ঘরের মেয়ের শেষ আন্তর্জাতিক ম্যাচ বড় পর্দায় দেখতে পান সেই ব্যবস্থা করার। শনিবার ভারতীয় সময় বিকেল তিনটেয় লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল নামতে চলেছে। আইনক্স ফোরামে সেই ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে সিএবি।

ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত জানিয়েছেন, ‘ঝুলনদি’র জন্য এই ম্যাচ আমাদের কাছে খুব বিশেষ একটা ম্যাচ। আমি যখন প্রথম জাতীয় দলের জার্সি গায়ে দিই, তখন ঝুলনদি ক্যাপ্টেন ছিলেন। আর আজ যখন তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তখন আমি এই দলের ক্যাপ্টেন। তাই একটা বিশেষ অনুভূতি কাজ করছে। সেই অনুভূতি থেকেই ম্যাচটা জিততে চাইছি। লর্ডস সকলের খুব প্রিয় মাঠ।

ক্রিকেটকে আলবিদা জানাচ্ছেন ঝুলন

এই ঐতিহাসিক মাঠ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাবেন ঝুলনদি। তাই সিরিজ আমরা জিতে থাকলেও গা ভাসিয়ে খেলার কোনও কথাই নেই এই ম্যাচে। আমাদের প্রত্যেকের কাছে ঝুলন গোস্বামী অনুপ্রেরণার অপর নাম। তাই ম্যাচটা খুব বিশেষ হতে চলেছে।’