১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
জম্মু ও কাশ্মীর

J&K Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৩৮, শোকপ্রকাশ মোদির

 পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির (J&K Cloudburst) ঘটনায় মৃত বেড়ে ৩৮। আহত ১০০। নিখোঁজ গণনাতীত । জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় পাদ্দার সোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে। ধুয়ে মুছে সাফ হয়ে যায় আস্ত একটা লঙ্গর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানের জেরে এমনিতেই আতঙ্ক  রয়েছে  উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি। তার মধ্যেই জম্মু-কাশ্মীরে নেমে এল ভয়াবহ বিপর্যয়।  ইতিমধ্যেই  উদ্ধারকাজে নেমেছে সেনা। সংশ্লিষ্ট ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

 

 

হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে। যাত্রার জন্য ডিউটিতে থাকা সিআইএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও ৩ জওয়ান।
কিস্তওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে।  তীর্থযাত্রীদের ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। উধমপুর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিম কিস্তেওয়ারে পৌঁছেছে। হড়পা বানে বহু ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের ভয়াবহতা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে অন্তত দিন ২০ সময় লাগবে।  

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তওয়ার প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু ও কাশ্মীর

J&K Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ৩৮, শোকপ্রকাশ মোদির

আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

 পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির (J&K Cloudburst) ঘটনায় মৃত বেড়ে ৩৮। আহত ১০০। নিখোঁজ গণনাতীত । জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় পাদ্দার সোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে। ধুয়ে মুছে সাফ হয়ে যায় আস্ত একটা লঙ্গর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

মেঘভাঙ্গা বৃষ্টি ও হড়পা বানের জেরে এমনিতেই আতঙ্ক  রয়েছে  উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি। তার মধ্যেই জম্মু-কাশ্মীরে নেমে এল ভয়াবহ বিপর্যয়।  ইতিমধ্যেই  উদ্ধারকাজে নেমেছে সেনা। সংশ্লিষ্ট ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

 

 

হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে। যাত্রার জন্য ডিউটিতে থাকা সিআইএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও ৩ জওয়ান।
কিস্তওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে।  তীর্থযাত্রীদের ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। উধমপুর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিম কিস্তেওয়ারে পৌঁছেছে। হড়পা বানে বহু ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের ভয়াবহতা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে অন্তত দিন ২০ সময় লাগবে।  

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তওয়ার প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন।