ক্যানসার আক্রান্ত জো বাইডেন

- আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
- / 123
পুবের কলম ওয়েবডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রস্টেট ক্যানসার ধরা পড়েছে। এটি একটি আক্রমণাত্মক ধরনের ক্যানসার, যা ইতিমধ্যেই তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। ৮২ বছর বয়সি বাইডেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ‘ক্যানসার আমাদের সবার জীবনকে স্পর্শ করে। অনেকের মতো, জিল এবং আমি শিখেছি যে, আমরা ভাঙা জায়গাতেই সবচেয়ে শক্তিশালী। আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ,’ পোস্টের সঙ্গে তিনি তার স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন।
‘জো বাইডেনের স্বাস্থ্য সম্পর্কিত এই খবর শোনার পর গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা তার দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি । আমাদের শুভেচ্ছা ড. জিল বাইডেন এবং তার পরিবারের সঙ্গে রয়েছে,’ এক্স-এ এমনটাই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মেলানিয়া এবং আমি জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত খবর শুনে দুঃখিত। আমরা জিল এবং পরিবারের জন্য আমাদের উষ্ণ এবং সর্বোত্তম শুভেচ্ছা জানাচ্ছি, এবং জো’র দ্রুত এবং সফল সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। ক্যানসার তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ৮২ বছর বয়স্ক বাইডেনের শরীরে এই রোগ শনাক্ত হয়। তিনি প্রস্রাব জনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক জানিয়েছেন তার ক্যানসার কিছুটা আগ্রাসী ধরনের এবং গ্লিসন মাত্রা দশের মধ্যে নয়। এর মানে হল এটি একটি উচ্চ ধাপের ক্যানসার, যা শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।বাইডেন ও তার পরিবার চিকিৎসার সম্ভাব্য উপায়গুলি নিয়ে আলোচনা করেছেন। তার কার্যালয় বলছে, যে ক্যান্সার শনাক্ত হয়েছে তা কিছুটা হরমোন সংবেদনশীল হওয়ায় এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।