২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপিতে যোগ দ্য গ্রেট খালির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 86

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত রেসলার দ্য গ্রেট খালি। দলিপ সিংহ রানা যিনি আন্তর্জাতিক রেসলিংয়ের মঞ্চে খালি নামেই বিশেষভাবে জনপ্রিয়, বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টারে রাজ্যসভার সংসদ অরুণ সিং, মিনিস্টার অফ স্টেট জিতেন্দ্র সিং এবং সাংসদ সুনিতা দুগগলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন।

হিমাচল প্রদেশের সির্মরের পাঞ্জাবি পরিবারে জন্ম খালির। প্রথম পেশাদার রেসলিং নিয়ে আসেন ২০০০ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলিং মঞ্চে তার আবির্ভাব হয়। সাত ফুটেরও বেশি উচ্চতার খালি বাতিস্তা, শন মিচেল এমনকি জন সিনা ও কেনের মত ভয়ঙ্কর রেসলারদের সঙ্গে প্রতিযোগিতায় নামতেন একটা সময়। অনবদ্য পারফরম্যান্সের জন্য ২০২১ সালে তিনি ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম সম্মানও পান। তিনি একটি রেসলিং স্কুলও খুলেছেন। ম্যাকগ্রাবার, গেট স্মার্ট, দা লঙ্গেস্ট ইয়ার্ডয়ের মতো বিখ্যাত সিনেমাতেও অভিনয় করেছেন খালি।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

বিজেপিতে যোগ দিয়ে খালি জানালেন, ‘আমি খুব খুশি ।’

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপিতে যোগ দ্য গ্রেট খালির

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত রেসলার দ্য গ্রেট খালি। দলিপ সিংহ রানা যিনি আন্তর্জাতিক রেসলিংয়ের মঞ্চে খালি নামেই বিশেষভাবে জনপ্রিয়, বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টারে রাজ্যসভার সংসদ অরুণ সিং, মিনিস্টার অফ স্টেট জিতেন্দ্র সিং এবং সাংসদ সুনিতা দুগগলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন।

হিমাচল প্রদেশের সির্মরের পাঞ্জাবি পরিবারে জন্ম খালির। প্রথম পেশাদার রেসলিং নিয়ে আসেন ২০০০ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাদার রেসলিং মঞ্চে তার আবির্ভাব হয়। সাত ফুটেরও বেশি উচ্চতার খালি বাতিস্তা, শন মিচেল এমনকি জন সিনা ও কেনের মত ভয়ঙ্কর রেসলারদের সঙ্গে প্রতিযোগিতায় নামতেন একটা সময়। অনবদ্য পারফরম্যান্সের জন্য ২০২১ সালে তিনি ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম সম্মানও পান। তিনি একটি রেসলিং স্কুলও খুলেছেন। ম্যাকগ্রাবার, গেট স্মার্ট, দা লঙ্গেস্ট ইয়ার্ডয়ের মতো বিখ্যাত সিনেমাতেও অভিনয় করেছেন খালি।

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

বিজেপিতে যোগ দিয়ে খালি জানালেন, ‘আমি খুব খুশি ।’

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

আরও পড়ুন: বিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলে তবেই থামব: প্রার্থীদের ভয় দেখানো নিয়ে হুঙ্কার পিকের