০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো, ভাড়া থাকছে সাধারণের আয়ত্ত্বের মধ্যে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা প্রায় শেষের পথে। এবার শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো চলাচল। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলে জানা গেছে। ফলে এই এলাকার যাত্রীদের জন্য সুখবর। কারণ এবার বাস, অটোর ঝামেলা থেকে রেহাই মিলবে। জোকা-তারাতলা মেট্রো জোকা থেকে শুরু হয়ে প্রথমে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে তারপরে তারাতলা পৌঁছাবে। ভাড়া রাখা হয়েছে সাধারণের আয়ত্ত্বের মধ্যে। জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে খরচ হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে ২০ টাকা। ২০ টাকার বেশি আপাতত মেট্রো ভাড়া এই লাইনে থাকছে না। সর্বনিম্ন ৫ টাকা ভাড়া নিয়ে স্বস্তিতে যাত্রীরা।
এই লাইনের বাকি অংশের কাজও জোরকদমে চলছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো।

আরও পড়ুন: তালিকা মেনেই নিতে হবে ভাড়া, সব বাসেই রাখতে হবে তালিকা, হাইকোর্টের কড়া নির্দেশিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো, ভাড়া থাকছে সাধারণের আয়ত্ত্বের মধ্যে

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা প্রায় শেষের পথে। এবার শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো চলাচল। চলতি বছরের ডিসেম্বরেই শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলে জানা গেছে। ফলে এই এলাকার যাত্রীদের জন্য সুখবর। কারণ এবার বাস, অটোর ঝামেলা থেকে রেহাই মিলবে। জোকা-তারাতলা মেট্রো জোকা থেকে শুরু হয়ে প্রথমে ঠাকুরপুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে তারপরে তারাতলা পৌঁছাবে। ভাড়া রাখা হয়েছে সাধারণের আয়ত্ত্বের মধ্যে। জোকা থেকে প্রথম স্টেশন ঠাকুরপুর পর্যন্ত মেট্রো ভাড়া ৫ টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত যেতে খরচ হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত যেতে যাত্রীদের খরচ হবে ২০ টাকা। ২০ টাকার বেশি আপাতত মেট্রো ভাড়া এই লাইনে থাকছে না। সর্বনিম্ন ৫ টাকা ভাড়া নিয়ে স্বস্তিতে যাত্রীরা।
এই লাইনের বাকি অংশের কাজও জোরকদমে চলছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় ইস্ট-ওয়েস্ট মেট্রো।

আরও পড়ুন: তালিকা মেনেই নিতে হবে ভাড়া, সব বাসেই রাখতে হবে তালিকা, হাইকোর্টের কড়া নির্দেশিকা