বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার কাজল হিন্দুস্থানী

- আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গুজরাত পুলিশ গ্রেফতার করল হিন্দুত্বগোষ্ঠীর কট্টরবাদী নেত্রী কাজল হিন্দুস্থানীকে। কাজল ইতিপূর্বে গরমগরম বক্তৃতা দিয়ে ইউটিউব ও সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছিল। কট্টরবাদী নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিল কাজল। কিন্তু রবিবার গুজরাতের গির সোমনাথ পুলিশ গ্রেফতার করে কাজলকে। তার বিরুদ্ধে অভিযোগ বজরংদল ও বিশ্বহিন্দু পরিষদ আয়োজিত এক সভায় মুসলিম বিদ্বেষী ডাক দিয়েছিল। মুসলিম মহিলাদের উদ্দেশ্যে কাজল বলেছিল মুসলিম মহিলাদের সুরক্ষা দিতে পারবে হিন্দু পরিবার যদি তারা হিন্দু পরিবারে বিয়ে করার সুযোগ নিতে চায়। তাহলে তাদের আর কেউ জোর করতে পারবে না তাদের যৌন অত্যাচারের শিকার হতে হবে না। তাদের আর ৪৫ ডিগ্রি বোরকা পরতে হবে না গরমে। এই ধরনের আরও কিছু মন্তব্য করেছিল কাজল। তার এই মন্তব্যের পর সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় হিন্দু মুসলিম উভয়গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং পুলিশ সে সময় ৫০ জনকে আটক করে। সেই বক্তৃতার পর আইন অনুযায়ী কাজলের বিরুদ্ধে মামলা করা হয়। সে সময় পুলিশ অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছিল। উল্লেখ্য, বিদ্বেষ ভাষণে লাগাম টানার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের উপর চার সৃষ্টি করেছে কোথায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কাজলের গ্রেফতারের পিছনে সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব রয়েছে বলে মনে করছেন অনেকে।