আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বাড়ি বাড়ি ঘুরলেন কাকদ্বীপের বিধায়ক

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 13
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাকদ্বীপের বিধায়ক বাড়ি বাড়ি ঘুরলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান নামক কর্মসূচি শুরু করেছেন। সেই কর্মসূচিতে শনিবার কাকদ্বীপ রবীন্দ্রগ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্গাপুর এলাকায় দলমত নির্বিশেষে এলাকাবাসীর নানা রকম সমস্যা শোনেন স্থানীয় প্রশাসন এবং নেতৃত্ব।
উন্নয়নের জন্য কোথায় কি ভাবে খরচা করা হবে।পরিষেবা নিয়ে কোন সমস্যা আছে কিনা, যদি থাকে অতিসত্বর সমাধানের ব্যবস্থা করেছেন যা আগামী জানুয়ারী মাসের মধ্যে সমাধান হবে। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকারের ন্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি বিরোধীদের ও প্রশংসা পেয়েছে। মুখমন্ত্রী প্রতিটি বুথে ১০ লাখ টাকা বরাদ্দ করেছেন।
নাগরিকরা সিদ্ধান্ত নেবেন সেই অর্থ কিভাবে বুথের উন্নয়নে খরচা হবে।এই প্রকল্পের বাস্তবায়নে রুপ দিতে শনিবার প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বর্তমান বিধায়ক মন্টু রাম পাখিরা এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার সহ স্থানীয় প্রধান, বুথ সভাপতি, জনপ্রতিনিধি ও এলাকার মানুষ উপস্থিত হন।
এই মেগা ক্যাম্পে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়।যেখানে বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, লক্ষী ভান্ডার, বিদ্যুতের সমস্যা, কৃষক বন্ধু সহ একাধিক সমস্যার সমাধানে জন্য সরকারি আধিকারিকরা আলাদা আলাদা টেবিল করে বসেন। সেই সঙ্গে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সুগার পেশার পরীক্ষার ব্যবস্থা করা হয়।আর সরকারের এই কাজে খুশি এলাকার মানুষ।