উত্তরাখণ্ডে অপারেশন ‘কালনেমি’: ৩০০-র বেশি ভুয়ো সাধু গ্রেফতার

- আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 101
পুবের কলম ওয়েবডেস্ক : উত্তরাখণ্ডে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন কালনেমি’-তে এখন পর্যন্ত ৩০০-রও বেশি ভুয়া সাধু বা ‘বাবা’কে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য হলো চারধাম যাত্রা ও কাওয়ার যাত্রার সময় সাধুর ছদ্মবেশে প্রতারণা, অসামাজিক কাজ ও অপরাধে জড়িত ভণ্ডদের চিহ্নিত করে ধরপাকড় করা।
মাত্র তিন দিনে দেহরাদুন, হরিদ্বার ও উধম সিং নগর জেলা থেকে ১৭০ জনকে ধরা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছে, যিনি ভুয়া পরিচয় দিয়ে সাধুর ছদ্মবেশে কার্যকলাপ চালাচ্ছিলেন। অনেকের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, প্রতারণার মাধ্যমে সংগৃহীত টাকা ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, এসব ভণ্ড সাধু বিশেষ করে নারীদের টার্গেট করে ধর্মীয় প্রলোভন দেখিয়ে প্রতারণা চালাত। পাশাপাশি বিদেশি নাগরিকরা সাধুর বেশ ধরে অবৈধভাবে বসবাস করছিল। সরকারের দাবি, এ পদক্ষেপে চারধাম ও কাওয়ার যাত্রার সময় ধর্মীয় পরিবেশ সুরক্ষিত থাকবে এবং সাধারণ মানুষ প্রতারণা থেকে বাঁচবেন।