টানা বৃষ্টির জেরে এখনও জলমগ্ন বীরভূমের সতীপীঠ কংকালীতলা
- আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
- / 5
দেবশ্রী মজুমদার, বীরভূম, শুক্রবার ২৪ ঘন্টা টানা বৃষ্টির জেরে জেলার বেশিরভাগ গ্রামীন এলকার ঘরবাড়ি, সেতু, চাষজমি জলের তলায়।ক্ষয়ক্ষতির হিসেবে নিকাশ চলছে প্রশাসনের তরফে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। লাভপুর, নানুর এলাকার কিছু অংশ জলমগ্ন। সতীপীঠ কংকালীতলার মন্দির চত্বর সহ মন্দির গর্ভ গৃহে জল ঢুকে গেছে। মন্দিরের সেবায়েত জয়ন্ত চৌধুরী জানান, চার বছর আগে এই একইভাবে মন্দিরে জল ঢুকে পড়ে।কংকালীতলা মূর্তির ছবি ও পুজোর ঘট সারানো হয়েছে পাশের উঁচু জায়গাই একটি শিব মন্দিরে।
এখনো পর্যন্ত লাভপুরের কুয়ে নদীর বাঁধ প্লাবিত হওয়ার খবর এসেছে। ফলে ওই এলাকার অনেক চাষ জমি জলের তলায় ।বোলপুর কৃষি দপ্তরের সূত্রের থেকে জানা গেছে, আনুমানিক ১৫৫ হেক্টর চাষজমি জলে তলায় আছে। লাভপুরের ঠিবা,কুরুন্নহার ও দাঁড়কা পঞ্চায়েত গুলির চাষজমি সহ ঘরবাড়ি বিপর্যস্ত।
অপরদিকে, জেলার অনান্য ছোটো ছোটো সেতু গুলিতে জল উঠে আসার খবর উঠেছে। তার জেরে গ্রামের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।শান্তিনিকেতনে কোপাই নদীর সেতু উপর জল উঠে আসার কারণে একই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ জন। শান্তিনিকেতন সাথে কসবা,বাঁধনবগ্রাম ও আরও অনান্য ছোট গ্রাম গুলির যোগাযোগ বিচ্ছিন্ন।বীরভূম জেলা শাসক বিধান রায় জানান যে, সরেজমিনে তদন্ত চলছে। বিপর্যয় মোকাবিলার টিম কাজ করছে শুক্রবার রাত থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।