৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কপিল সিবালের ‘ইনসাফ’-এর পথ চলা শুরু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্কঃ তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তবে সবচেয়ে বড় পরিচয় বোধহয় তিনি একজন লড়াকু আইনজীবী। কপিল সিবাল। রাজ্যসভার সাংসদ বরাবরই আদালতে দাঁড়িয়ে ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হয়েছেন। কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিচারব্যবস্থার দিকেও। সারাজীবন ইনসাফের প্রতি একনিষ্ঠ থেকেছেন তিনি। এবার মানুষকে আরও সহজভাবে আইনি পরিষেবা দিতে কপিল সিবাল একটি নয়া প্ল্যাটফর্মের সূচনা করলেন।

বেইনসাফির বিরুদ্ধে লড়াই করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। নাম দিয়েছেন ‘ইনসাফ’। ওয়েবসাইটও চালু করেছেন ‘ইনসাফ কে সিপাহি’ নাম দিয়ে। ১১ মার্চ দিল্লির যন্তরমন্তরে এর উদ্যোগে একটি সভাও ডেকেছেন তিনি। ইনসাফের লড়াইয়ে যোগ দিতে দেশের সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছেন সিবাল। বিরোধী নেতা, আম আদমিকেও তার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। বিজেপির মুখ্যমন্ত্রীদেরকেও তার পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

এই প্ল্যাটফর্মের সামনের সারিতে নেতৃত্বে থাকবেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। সিবাল জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে আরএসএসের শাখার বিস্তার ঘটছে যা বেইনসাফির জন্ম দিচ্ছে। আমরা এর বিরুদ্ধেও লড়ব।

আরও পড়ুন: প্রোটেম স্পিকার হিসাবে আকবর উদ্দিনের শপথ বয়কট বিজেপির– তীব্র কটাক্ষ সিব্বালের

 

আরও পড়ুন: Big Breaking: কংগ্রেস ছেড়ে সপায় যোগ দিলেন কপিল সিব্বল

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কপিল সিবালের ‘ইনসাফ’-এর পথ চলা শুরু

আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ তিনি কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তবে সবচেয়ে বড় পরিচয় বোধহয় তিনি একজন লড়াকু আইনজীবী। কপিল সিবাল। রাজ্যসভার সাংসদ বরাবরই আদালতে দাঁড়িয়ে ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হয়েছেন। কেন্দ্রের অপশাসনের বিরুদ্ধে মন্তব্য করেছেন। পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিচারব্যবস্থার দিকেও। সারাজীবন ইনসাফের প্রতি একনিষ্ঠ থেকেছেন তিনি। এবার মানুষকে আরও সহজভাবে আইনি পরিষেবা দিতে কপিল সিবাল একটি নয়া প্ল্যাটফর্মের সূচনা করলেন।

বেইনসাফির বিরুদ্ধে লড়াই করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। নাম দিয়েছেন ‘ইনসাফ’। ওয়েবসাইটও চালু করেছেন ‘ইনসাফ কে সিপাহি’ নাম দিয়ে। ১১ মার্চ দিল্লির যন্তরমন্তরে এর উদ্যোগে একটি সভাও ডেকেছেন তিনি। ইনসাফের লড়াইয়ে যোগ দিতে দেশের সচেতন নাগরিকদের আহ্বান জানিয়েছেন সিবাল। বিরোধী নেতা, আম আদমিকেও তার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। বিজেপির মুখ্যমন্ত্রীদেরকেও তার পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

এই প্ল্যাটফর্মের সামনের সারিতে নেতৃত্বে থাকবেন দেশের বিশিষ্ট আইনজীবীরা। সিবাল জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে আরএসএসের শাখার বিস্তার ঘটছে যা বেইনসাফির জন্ম দিচ্ছে। আমরা এর বিরুদ্ধেও লড়ব।

আরও পড়ুন: প্রোটেম স্পিকার হিসাবে আকবর উদ্দিনের শপথ বয়কট বিজেপির– তীব্র কটাক্ষ সিব্বালের

 

আরও পড়ুন: Big Breaking: কংগ্রেস ছেড়ে সপায় যোগ দিলেন কপিল সিব্বল