০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব অশান্তি : ‘এটাই কি বেটি পড়াও বেটি বাঁচাও’, মোদিকে বিঁধলেন ওয়াইসি

পুবের কলম ওয়েবডেস্ক : মঙ্গলবার কর্ণাটক হিজাব বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধতে ছাড়লেন না মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলাবার ছিল হিজাব মামলার শুনানি। বুধবার ফের এই মামলার শুনানি হবে। ওয়াসি বলেছেন এই আপনার ‘বেটি বাঁচাও বেটি পড়াও?’ বিজেপি শাসিত কর্ণাটক অযথা এটিকে নিয়ে বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে। হিজাব নিয়ে কর্ণাটক সরকার যে নোংরামি করছে তার সমালোচনা করেছেন ওয়াইসি। একইসঙ্গে প্রশংসা করেছেন সেই মেয়েটির। যে গেরুয়াধারীদের ‘জয় শ্রীরামের’ জবাব দিয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।

বিদ্বেষীরা বোরকা পরা মেয়েটিকে ঘিরে ধরেছিল। কিন্তু মেয়েটি একটুকু ভয় পায়নি। সে এতগুলো গেরুয়াধারীর মোকাবিলা করেছে আল্লাহু আকবার ধ্বনিতে। ওয়াইসি বলেন, আপনারা যদি ওদের সামনে একবার মাথা নত করেন, তাহলে চিরদিন নত হয়েই থাকতে হবে। যারা ভয় দেখতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর নিন্দা করে ওয়াসি বলেন, প্রধানমন্ত্রী সংসদে এত কথা বললেন, অথচ তিনি একবারের জন্য ঈৎবর গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। আপনার নীরবতা কি বার্তা দিচ্ছে বলতে পারেন ? এই আপনার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও।’ হিজাবি মেয়েদের সমর্থনে টুইটও করেন ওয়াইসি। হিজাব পরেই নিতে হবে শিক্ষার অধিকার ।হিজাব ইসলামের অংশ। তাই তা পরিত্যাগ করা যাবে না। ইতিমধ্যেই নেটিজেনরা অনেকেই ইঞ্জিরিয়ারিং কলেজের সাহসী এই মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব অশান্তি : ‘এটাই কি বেটি পড়াও বেটি বাঁচাও’, মোদিকে বিঁধলেন ওয়াইসি

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : মঙ্গলবার কর্ণাটক হিজাব বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধতে ছাড়লেন না মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলাবার ছিল হিজাব মামলার শুনানি। বুধবার ফের এই মামলার শুনানি হবে। ওয়াসি বলেছেন এই আপনার ‘বেটি বাঁচাও বেটি পড়াও?’ বিজেপি শাসিত কর্ণাটক অযথা এটিকে নিয়ে বিতর্ক বাড়ানোর চেষ্টা করছে। হিজাব নিয়ে কর্ণাটক সরকার যে নোংরামি করছে তার সমালোচনা করেছেন ওয়াইসি। একইসঙ্গে প্রশংসা করেছেন সেই মেয়েটির। যে গেরুয়াধারীদের ‘জয় শ্রীরামের’ জবাব দিয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে।

বিদ্বেষীরা বোরকা পরা মেয়েটিকে ঘিরে ধরেছিল। কিন্তু মেয়েটি একটুকু ভয় পায়নি। সে এতগুলো গেরুয়াধারীর মোকাবিলা করেছে আল্লাহু আকবার ধ্বনিতে। ওয়াইসি বলেন, আপনারা যদি ওদের সামনে একবার মাথা নত করেন, তাহলে চিরদিন নত হয়েই থাকতে হবে। যারা ভয় দেখতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর নিন্দা করে ওয়াসি বলেন, প্রধানমন্ত্রী সংসদে এত কথা বললেন, অথচ তিনি একবারের জন্য ঈৎবর গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে মুখ খোলেননি। আপনার নীরবতা কি বার্তা দিচ্ছে বলতে পারেন ? এই আপনার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও।’ হিজাবি মেয়েদের সমর্থনে টুইটও করেন ওয়াইসি। হিজাব পরেই নিতে হবে শিক্ষার অধিকার ।হিজাব ইসলামের অংশ। তাই তা পরিত্যাগ করা যাবে না। ইতিমধ্যেই নেটিজেনরা অনেকেই ইঞ্জিরিয়ারিং কলেজের সাহসী এই মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।