২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকে গাড়ি উৎসবে মুসলমানদের ব্যবসা করতে না দেওয়ার হুমকি

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার
  • / 49

হাসান, কর্ণাটক ২৬ মার্চ­ : বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল কর্নাটকের বেলুর শহরে ১৬ দিনের জনপ্রিয় চন্নাকেশব গাড়ি উৎসবে মুসলমানদের ব্যবসা নিষিদ্ধ করার জন্য হুমকি দিয়েছে। ভিএইচপি সভাপতি কৃষ্ণগৌড়া এবং বজরং দলের নেতা আদিশ বেলুর তহসিলদার মোহন কুমারের সঙ্গে দেখা করেন। তারা ২ এপ্রিল থেকে বেলুর শহরে শুরু হতে যাওয়া গাড়ি উৎসবের সময় মুসলমানদের ব্যবসা নিষিদ্ধ করার জন্য তাকে অনুরোধ করেন। তহসিলদারের কাছে স্মারকলিপি পেশ করার পর বক্তৃতাকালে কৃষ্ণগৌড়া বলেন, দেশের নাগরিক হিসেবে সকলেরই দেশের আইন মেনে চলা উচিত। প্রত্যেক ব্যক্তির গণতন্ত্র এবং সংবিধানকে সম্মান করা উচিত যা প্রতিটি নাগরিকের জন্য স্বাধীনতা এবং সমান অধিকার প্রদান করে। হিজাব ইস্যুতে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে মুসলমানরা সম্প্রতি তাদের দোকানপাট বন্ধ করে দেওয়ায় হিন্দু নেতারা এই সিদ্ধান্ত নেন। হিন্দু ধর্মীয় স্থানগুলির প্রধানদেরও আবেদন করা হয় জেলাজুড়ে ধর্মীয় অনুষ্ঠানের সময় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য শুধুমাত্র হিন্দুদের জমি বরাদ্দ করা উচিত। মন্দির কর্তৃপক্ষেরও এই বিষয়ে একটি পাবলিক নোটিশ জারি করা উচিত বলে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল মনে করে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকে গাড়ি উৎসবে মুসলমানদের ব্যবসা করতে না দেওয়ার হুমকি

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার

হাসান, কর্ণাটক ২৬ মার্চ­ : বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল কর্নাটকের বেলুর শহরে ১৬ দিনের জনপ্রিয় চন্নাকেশব গাড়ি উৎসবে মুসলমানদের ব্যবসা নিষিদ্ধ করার জন্য হুমকি দিয়েছে। ভিএইচপি সভাপতি কৃষ্ণগৌড়া এবং বজরং দলের নেতা আদিশ বেলুর তহসিলদার মোহন কুমারের সঙ্গে দেখা করেন। তারা ২ এপ্রিল থেকে বেলুর শহরে শুরু হতে যাওয়া গাড়ি উৎসবের সময় মুসলমানদের ব্যবসা নিষিদ্ধ করার জন্য তাকে অনুরোধ করেন। তহসিলদারের কাছে স্মারকলিপি পেশ করার পর বক্তৃতাকালে কৃষ্ণগৌড়া বলেন, দেশের নাগরিক হিসেবে সকলেরই দেশের আইন মেনে চলা উচিত। প্রত্যেক ব্যক্তির গণতন্ত্র এবং সংবিধানকে সম্মান করা উচিত যা প্রতিটি নাগরিকের জন্য স্বাধীনতা এবং সমান অধিকার প্রদান করে। হিজাব ইস্যুতে হাইকোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে মুসলমানরা সম্প্রতি তাদের দোকানপাট বন্ধ করে দেওয়ায় হিন্দু নেতারা এই সিদ্ধান্ত নেন। হিন্দু ধর্মীয় স্থানগুলির প্রধানদেরও আবেদন করা হয় জেলাজুড়ে ধর্মীয় অনুষ্ঠানের সময় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য শুধুমাত্র হিন্দুদের জমি বরাদ্দ করা উচিত। মন্দির কর্তৃপক্ষেরও এই বিষয়ে একটি পাবলিক নোটিশ জারি করা উচিত বলে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল মনে করে।

 

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার