২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় নিল টিআরএফ

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 166

পুবের কলম ওয়েবডেস্ক: ফের উপত্যকায় কাশ্মিরী পণ্ডিত হত্যা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অচন এলাকায় রবিবার ব্যাঙ্কের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। কাশ্মীর পুলিশ জানায়, দুষ্কৃতীরা পুলওয়ামার সঞ্জয় শর্মা নামের কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে বাজার যাওয়ার সময় গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার দায় নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফ। উপত্যকায় কাশ্মিরী পণ্ডিত হত্যা নিয়ে বারবার কেন্দ্রের ব্যর্থতার অভিযোগ উঠে এসেছে বিরোধী দল এবং পরিবারগুলির পক্ষ থেকে। বারবার কেন্দ্রীয় আশ্বাস সত্ত্বেও না-থামা টার্গেট কিলিং-এর শিকার হওয়া ক্ষুব্ধ কাশ্মিরী পণ্ডিতরা উপত্যকা ছাড়তেও শুরু করেছে। দিনের আলোয় সেই ঘটনার পুনরাবৃত্তি ফের ঘটল।

বর্ষীয়ান এক পুলিশ আধিকারিক জানান, সন্ত্রাসবাদীরা আজ সকালে অচনের বাসিন্দা সঞ্জয় শর্মার উপর গুলি চালায়।  আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাচলাকালীনই তাঁর মৃত্যু হয়েছে। কাশ্মীরের ডিআইজি রইস আহমেদ জানান, আজ সকাল ১০.৩০ মিনিট নাগাদ সন্ত্রাসাবাদী হামলা হয়। সঞ্জয় শর্মা তাঁর স্ত্রীর বাজার যাওয়ার পথে হামলার শিকার হয়। এখনও পর্যন্ত যে সাক্ষ্য মিলেছে তার উপর ভিত্তি করেই আমরা তদন্ত চালাচ্ছি। আমরা শীঘ্রই সন্ত্রাসবাদীদের ধরতে পারব।

আরও পড়ুন: উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন পিম্পলে খতম ২ জঙ্গি

এই ঘটনায় মুখ খুলেছেন মেহবুবা মুফতিও। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, এ ধরনের ঘটনায় লাভ বিজেপিরই, তা হরিয়ানায় হোক বা কাশ্মীরে। বিজেপি উপত্যকার সংখ্যালঘুদের জীবন রক্ষায় ব্যর্থ। ওরা উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক দেখাতে সংখ্যালঘুদের ব্যবহার করছে। মেহবুবা বলেন, বিজেপি এ ধরনের ঘটনাকে ব্যবহার করে দেশের মুসলিমদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। এই ধরনের কপটতাকে আমি নিন্দা জানাই।

আরও পড়ুন: অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন, দায় নিল টিআরএফ

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের উপত্যকায় কাশ্মিরী পণ্ডিত হত্যা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অচন এলাকায় রবিবার ব্যাঙ্কের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। কাশ্মীর পুলিশ জানায়, দুষ্কৃতীরা পুলওয়ামার সঞ্জয় শর্মা নামের কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে বাজার যাওয়ার সময় গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাঁর মৃত্যু হয়। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার দায় নিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফ। উপত্যকায় কাশ্মিরী পণ্ডিত হত্যা নিয়ে বারবার কেন্দ্রের ব্যর্থতার অভিযোগ উঠে এসেছে বিরোধী দল এবং পরিবারগুলির পক্ষ থেকে। বারবার কেন্দ্রীয় আশ্বাস সত্ত্বেও না-থামা টার্গেট কিলিং-এর শিকার হওয়া ক্ষুব্ধ কাশ্মিরী পণ্ডিতরা উপত্যকা ছাড়তেও শুরু করেছে। দিনের আলোয় সেই ঘটনার পুনরাবৃত্তি ফের ঘটল।

বর্ষীয়ান এক পুলিশ আধিকারিক জানান, সন্ত্রাসবাদীরা আজ সকালে অচনের বাসিন্দা সঞ্জয় শর্মার উপর গুলি চালায়।  আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাচলাকালীনই তাঁর মৃত্যু হয়েছে। কাশ্মীরের ডিআইজি রইস আহমেদ জানান, আজ সকাল ১০.৩০ মিনিট নাগাদ সন্ত্রাসাবাদী হামলা হয়। সঞ্জয় শর্মা তাঁর স্ত্রীর বাজার যাওয়ার পথে হামলার শিকার হয়। এখনও পর্যন্ত যে সাক্ষ্য মিলেছে তার উপর ভিত্তি করেই আমরা তদন্ত চালাচ্ছি। আমরা শীঘ্রই সন্ত্রাসবাদীদের ধরতে পারব।

আরও পড়ুন: উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন পিম্পলে খতম ২ জঙ্গি

এই ঘটনায় মুখ খুলেছেন মেহবুবা মুফতিও। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, এ ধরনের ঘটনায় লাভ বিজেপিরই, তা হরিয়ানায় হোক বা কাশ্মীরে। বিজেপি উপত্যকার সংখ্যালঘুদের জীবন রক্ষায় ব্যর্থ। ওরা উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক দেখাতে সংখ্যালঘুদের ব্যবহার করছে। মেহবুবা বলেন, বিজেপি এ ধরনের ঘটনাকে ব্যবহার করে দেশের মুসলিমদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। এই ধরনের কপটতাকে আমি নিন্দা জানাই।

আরও পড়ুন: অফিসের ভেতর শ্রীলঙ্কার বিরোধী নেতাকে লক্ষ্য করে গুলি, খুন লাসান্থা

আরও পড়ুন: বেহালায় শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে পাশে মুখ্যমন্ত্রী, জখম বাবার চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য সরকার