একইসঙ্গে ‘দুটি দায়িত্ব’ পালন করুক খালিদ, চায় ফুটবল ফেডারেশন

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে খালিদ জামিলকে নিয়োগ করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তিনি এখন ক্লাব ফুটবলে জামশেদপুর এফসির কোচ। জামশেদপুর এফসি চলতি ডুরান্ড কাপে খেলছে। জামশেদপুর এফসি যদি ফাইনালে ওঠে তাহলে ২৪ আগস্টের আগে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না খালিদ। কারণ ডুরান্ডের মাঝপথে জামশেদপুর তাঁকে রিলিজ দেবে না।
এই অবস্থায় ফেডারেশন চাইছে, ডুরান্ড কাপ পর্যন্ত খালিদ একইসঙ্গে দেশের ফুটবল এবং জামশেদপুর এফসির দায়িত্ব সামলান। এই বিষয়ে এআইএফএফের ডেপুটি সেক্রেটারি সত্যনারায়ন আলোচনায় বসেছিলেন খালিদের এজেন্টের সঙ্গে। সরাকরি ভাবে খালিদ জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলে তাঁর সাপোর্ট স্টাফ চুড়ান্ত করে ফেলতে চায় ফেডারেশন।
এ দিকে আগামী ২৯ আগস্ট ‘কাফা নেশনস কাপে’ ভারতের খেলা রয়েছে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে। এখন খালিদ যদি একইসঙ্গে জাতীয় ফুটবল দল ও জামশেদপুরের হয়ে কাজ শুরু করতে পারেন তা হলে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুতি শুরু করতে পারবে ভারতীয় দল।