চোট, কাফা নেশনস কাপ থেকে ছিটকে গেলেন খালিদের বড় অস্ত্র সন্দেশ

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 53
পুবের কলম ওয়েবডেস্ক : কাফা নেশনস কাপে আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে বড় সমস্যায় পড়েছেন ভারতের কোচ খালিদ জামিল। ইরানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘন। ম্যাচের শুরুর দিকেই ইরানিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে চিবুকে আঘাত লাগে জিঙ্ঘনের। তারপরেও তিনি গোটা ম্যাচে খেলেছিলেন। তার অসাধারণ ডিফেন্সিভ স্কিল ৫৯ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল শক্তিশালী ইরানকে। কিন্তু ম্যাচের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।
জানা যায় জিঙ্ঘনের চোট বেশ গুরুতর। আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে অত পাওয়া যাবে না, এমনটাই জানা গিয়েছে ভারতীয় ফুটবল টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। বুধবার তাজিকিস্তান থেকে সন্দেশকে দেশে ফেরানো হয়েছে। তার বদলি হিসেবে কে খেলবেন তা অবশ্য এখনো স্পষ্ট করে জানাননি ভারতের হেড কোচ খালিদ জামিল।