০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেনে নিন ওমিক্রনের এই নয়া ভ্যারিয়েন্টের উপসর্গ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা আতঙ্ক রাজ্যে। চিনের উদ্বেগের মাঝেই বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ফের মাস্ক পরা সহ সতর্কতামূলক ডোজ দেওয়ার পরামর্শ দেন।

অতি দ্রুত ছড়ানোর ক্ষমতা রয়েছে ওমিক্রনের এই নয়া ভ্যারিয়েন্টের- একনজরে সেই উপসর্গ

আরও পড়ুন: চিন থেকে ছড়াচ্ছে ওমিক্রনের অতি সংক্রামক নয়া ধরন

  • সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষণও দ্রুত ফুটে ওঠে।
  • জ্বর, সর্দি, গলা খুস খুস, নাক দিয়ে জল, দুর্বলতা ও ক্লান্তি এই সব উপসর্গ ফুটে ওঠে
  • বমি ও পেট খারাপের লক্ষণও দেখা দিতে পারে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, সর্দি-কাশিতে যেটা সাধারণত হয় না।
  • মুখের স্বাদও পাল্টে যেতে পারে, তবে প্রথম ঢেউয়ের মতো ব্যাপকভাবে নয়।
  • কারও গলার আওয়াজ-এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।লক্ষণ দেখা গেলে পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এবার ভারতে  প্রথম মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট XE!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেনে নিন ওমিক্রনের এই নয়া ভ্যারিয়েন্টের উপসর্গ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা আতঙ্ক রাজ্যে। চিনের উদ্বেগের মাঝেই বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ফের মাস্ক পরা সহ সতর্কতামূলক ডোজ দেওয়ার পরামর্শ দেন।

অতি দ্রুত ছড়ানোর ক্ষমতা রয়েছে ওমিক্রনের এই নয়া ভ্যারিয়েন্টের- একনজরে সেই উপসর্গ

আরও পড়ুন: চিন থেকে ছড়াচ্ছে ওমিক্রনের অতি সংক্রামক নয়া ধরন

  • সংক্রমিত হওয়ার সঙ্গে সঙ্গেই লক্ষণও দ্রুত ফুটে ওঠে।
  • জ্বর, সর্দি, গলা খুস খুস, নাক দিয়ে জল, দুর্বলতা ও ক্লান্তি এই সব উপসর্গ ফুটে ওঠে
  • বমি ও পেট খারাপের লক্ষণও দেখা দিতে পারে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, সর্দি-কাশিতে যেটা সাধারণত হয় না।
  • মুখের স্বাদও পাল্টে যেতে পারে, তবে প্রথম ঢেউয়ের মতো ব্যাপকভাবে নয়।
  • কারও গলার আওয়াজ-এ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।লক্ষণ দেখা গেলে পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এবার ভারতে  প্রথম মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট XE!