২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিকে ইগো ছাড়তে হবেঃ কপিল দেব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 37

পুবের কলম, ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যেই দেশের টেস্ট দলের অধিনায়ক পদ ছেড়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। এখন জল্পনা চলছে,  টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট দলের ক্যাপ্টেনকে হবেন তা নিয়ে। অধিনায়কত্বের চাপ না থাকায় ব্যাট হাতে কোহলি আরও জ্বলে ওঠেন কি না,  তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। এরই মধ্যে কিংবদন্তি কপিল দেব কোহলিকে পরামর্শ দিলেন, কোনও জুনিয়র ক্রিকেটারের অধীনে খেলতে হলে তাঁকে আগে ইগো ত্যাগ করতে হবে।

 

আরও পড়ুন: কোহলি আনফলো করায় তাকে কড়া জবাব দিলেন সৌরভ

একটি সংবাদ মাধ্যমে কপিল দেব বলেন–  ‘কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধন্তকে আমি সম্মান জানাচ্ছি। টি-২০’র অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সম্প্রতি ওকে দেখে বোঝাই যাচ্ছিল– প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। ব্যাটিংয়ের উপরেও তার প্রভাব পড়েছে। বিরাট মানুষ হিসেবে যথেষ্ট পরিণত। আমি নিশ্চিত যে– অনেক ভেবেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বিরাট আর অধিনায়কত্ব উপভোগ করছিল না। এখন আমাদের উচিৎ ওকে সমর্থন করার। ওর জন্য শুভকামনা রইল’।

আরও পড়ুন: কোহলির হয়ে ব্যাটিং পন্টিংয়ের

 

আরও পড়ুন: ‘বিরাট’ নজিরে কোহলি পিছনে ফেললেন শচীনকে

এরই সঙ্গে সদ্য ক্যাপ্টেন্সি ছাড়া কোহলিকে সতর্ক করে দিয়ে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন– ‘সবাই জানে যে সুনীল গাভাসকরের মত খেলোয়াড়ও আমার অধীনে খেলেছে। আমিও একসময় আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কিন্তু কোনও ইগো ছিল না। বিরাটকেও নিজের ইগো ত্যাগ করে একজন তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে। এর ফলে ও নিজে এবং ভারতীয় ক্রিকেট লাভবান হবে। আমরা কোনওভাবেই ওর মত ব্যাটারকে হাতছাড়া করতে চাইব না’।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলিকে ইগো ছাড়তে হবেঃ কপিল দেব

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের ২৪ ঘন্টার মধ্যেই দেশের টেস্ট দলের অধিনায়ক পদ ছেড়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। এখন জল্পনা চলছে,  টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট দলের ক্যাপ্টেনকে হবেন তা নিয়ে। অধিনায়কত্বের চাপ না থাকায় ব্যাট হাতে কোহলি আরও জ্বলে ওঠেন কি না,  তা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব। এরই মধ্যে কিংবদন্তি কপিল দেব কোহলিকে পরামর্শ দিলেন, কোনও জুনিয়র ক্রিকেটারের অধীনে খেলতে হলে তাঁকে আগে ইগো ত্যাগ করতে হবে।

 

আরও পড়ুন: কোহলি আনফলো করায় তাকে কড়া জবাব দিলেন সৌরভ

একটি সংবাদ মাধ্যমে কপিল দেব বলেন–  ‘কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধন্তকে আমি সম্মান জানাচ্ছি। টি-২০’র অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। সম্প্রতি ওকে দেখে বোঝাই যাচ্ছিল– প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। ব্যাটিংয়ের উপরেও তার প্রভাব পড়েছে। বিরাট মানুষ হিসেবে যথেষ্ট পরিণত। আমি নিশ্চিত যে– অনেক ভেবেই ও এই সিদ্ধান্ত নিয়েছে। হয়তো বিরাট আর অধিনায়কত্ব উপভোগ করছিল না। এখন আমাদের উচিৎ ওকে সমর্থন করার। ওর জন্য শুভকামনা রইল’।

আরও পড়ুন: কোহলির হয়ে ব্যাটিং পন্টিংয়ের

 

আরও পড়ুন: ‘বিরাট’ নজিরে কোহলি পিছনে ফেললেন শচীনকে

এরই সঙ্গে সদ্য ক্যাপ্টেন্সি ছাড়া কোহলিকে সতর্ক করে দিয়ে দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন– ‘সবাই জানে যে সুনীল গাভাসকরের মত খেলোয়াড়ও আমার অধীনে খেলেছে। আমিও একসময় আজহারউদ্দিনের অধীনে খেলেছি। আমার কিন্তু কোনও ইগো ছিল না। বিরাটকেও নিজের ইগো ত্যাগ করে একজন তরুণ ক্রিকেটারের অধীনেই খেলতে হবে। এর ফলে ও নিজে এবং ভারতীয় ক্রিকেট লাভবান হবে। আমরা কোনওভাবেই ওর মত ব্যাটারকে হাতছাড়া করতে চাইব না’।