২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহ পিছোতে পারে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন প্রজাতির সন্ধান মেলার পর  থেকেই সেখানে  ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সফর নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই সফরকে কাঁটছাঁট করারও  চিন্তাভাবনা চলছে। বর্তমান পরিস্থিতির বিচারে এই সিরিজ পিছিয়ে দেওয়ার ভাবনা-চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী– রবিবারের মধ্যেই  এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে বিসিসিআই। শোনা যাচ্ছে– বিরাট কোহলি  ব্রিগেডের এই সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।

জানা গিয়েছে– চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা বোর্ডের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে ভারতীয় বোর্ড। দুপক্ষে প্রতিদিনই কথাবার্তা চলছে। দক্ষিণ আফ্রিকা বোর্ডকে সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করতে বারে বিসিসিআই।  প্রসঙ্গত– এই সফরে দু’দলের মধ্যে তিনটি টেস্ট– তিনটি ওয়ানডে এবং চারটি টি-২০ ম্যাচ হওয়ার কথা  রয়েছে। এই সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা। এখন  ভারত যদি সফরে না আসে– তাহলে দক্ষিণ আফ্রিকার পুরো টাকাটাই ক্ষতি হবে। সফর পিছলেও  কিছু আর্থিক ক্ষতি হবেই  তাদের। ফলে  পুরো বিষয়টা নিয়ে ধীরে চল নীতি নিয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ডই।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক সপ্তাহ পিছোতে পারে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর

আপডেট : ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন প্রজাতির সন্ধান মেলার পর  থেকেই সেখানে  ভারতীয় ক্রিকেট দলের আসন্ন সফর নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই সফরকে কাঁটছাঁট করারও  চিন্তাভাবনা চলছে। বর্তমান পরিস্থিতির বিচারে এই সিরিজ পিছিয়ে দেওয়ার ভাবনা-চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী– রবিবারের মধ্যেই  এই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করবে বিসিসিআই। শোনা যাচ্ছে– বিরাট কোহলি  ব্রিগেডের এই সফর এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হতে পারে। কারণ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।

জানা গিয়েছে– চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা বোর্ডের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছে ভারতীয় বোর্ড। দুপক্ষে প্রতিদিনই কথাবার্তা চলছে। দক্ষিণ আফ্রিকা বোর্ডকে সিরিজ পিছিয়ে দেওয়ার অনুরোধ করতে বারে বিসিসিআই।  প্রসঙ্গত– এই সফরে দু’দলের মধ্যে তিনটি টেস্ট– তিনটি ওয়ানডে এবং চারটি টি-২০ ম্যাচ হওয়ার কথা  রয়েছে। এই সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ৩৩০ কোটি টাকা। এখন  ভারত যদি সফরে না আসে– তাহলে দক্ষিণ আফ্রিকার পুরো টাকাটাই ক্ষতি হবে। সফর পিছলেও  কিছু আর্থিক ক্ষতি হবেই  তাদের। ফলে  পুরো বিষয়টা নিয়ে ধীরে চল নীতি নিয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ডই।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

 

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে