আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 83
পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতের আহমদাবাদ সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে পরেই আহমদাবাদ বিমানবন্দরের সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আহমদাবাদের মেঘানিনগরে মর্মান্তিক বিমান দুর্ঘটনার জেরে প্রভাব পড়ল কলকাতা বিমানবন্দরেও। আহমদাবাদ বিমানবন্দর থেকে সব রকমের বিমানের উড়ান এবং অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকার ফলে কলকাতা থেকে আহমদাবাদ এবং আহমদাবাদ থেকে কলকাতাগামী সমস্ত বিমান বাতিল করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ দিন কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আহমদাবাদ থেকে কলকাতাগামী দু’টি বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১.৩৫ মিনিটে ইন্ডিগো বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান কলকাতা থেকে ১৭৯ জন যাত্রী নিয়ে আহমদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
কিন্তু, আহমদাবাদে ভয়াবহ দুর্ঘটনার খবর পৌঁছতেই তড়িঘড়ি আহমদাবাদগামী ইন্ডিগোর বিমানটিকে ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। এ ছাড়াও এ দিন কলকাতা থেকে আহমদাবাদগামী বিকেল ৪.১০ এবং রাত ৯.২৫ মিনিটে ছেড়ে যাওয়ার দু’টি যাত্রীবাহী বিমান বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার আহমদাবাদের মেঘানিনগরে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরেই এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দিল্লিতে কন্ট্রোল রুম (০১১ ২৪৬১০৮৪৩/ ৯৬৫০৩৯১৮৫৯) এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কন্ট্রোল (৯৯৭৮৪০৫৩০৪/০৭৯-২৩২৫১৯০০) রুম খোলা হয়েছে।
In light of the AI171 crash, an Operational Control Room has been activated at the Ministry of Civil Aviation to coordinate all details. Contact: 011-24610843 | 9650391859: Ministry of Civil Aviation pic.twitter.com/Si220KVy4y
— ANI (@ANI) June 12, 2025