০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইইউ সদস্যপদের আবেদন জানাবে কসোভো: কুর্তি

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 51

পুবের  কলম ওয়েব ডেস্কঃ ২০২২ সালের শেষ নাগাদ ইইউ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে কসোভো।  এমনই বলেছেন, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। কিছুদিন আগে রাজধানী প্রিস্টিনায় এক সরকারি আলোচনা সভায় ইউরোপীয় ইউনিয়নে কসোভোর সদস্য পদের জন্য একটি আন্তঃ-প্রাতিষ্ঠানিক ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল।

 

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

বুধবার এক ভাষণে কুর্তি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা দিবসের সম্মানে’২৪ আগস্ট, কসোভোতে ইউক্রেনীয় সাংবাদিকদের থাকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রিস্টিনা৷ বলেন, ‘এটি সংহতির কাজ। সরকারি প্রাঙ্গনে ইউক্রেনের পতাকা উড়ছে।’

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের

উল্লেখ্য, সংখ্যাগুরু আলবানীয় জনসংখ্যার দেশ কসোভো ১৯৯৯ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় এবং ২০০৮ সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। যদিও এখনও পর্যন্ত সার্বিয়া কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। বিভিন্ন উপায়ে সার্বিয়া কসোভোর বেশকিছু অঞ্চলের মালিকানা দাবি করে চলেছে।

 

এখন কসোভো ইউরোপীয় ইউনিয়নরে পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে যার মাধ্যমে ইইউ অঞ্চলে মুক্ত ভিসার সুবিধা পাবে তারা। কসোভোর স্বাধীনতাকে যে দেশগুলি স্বীকৃতি দেয়নি তাদের মধ্যে রয়েছে সার্বিয়া, রাশিয়া ও চিন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইইউ সদস্যপদের আবেদন জানাবে কসোভো: কুর্তি

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের  কলম ওয়েব ডেস্কঃ ২০২২ সালের শেষ নাগাদ ইইউ সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে কসোভো।  এমনই বলেছেন, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। কিছুদিন আগে রাজধানী প্রিস্টিনায় এক সরকারি আলোচনা সভায় ইউরোপীয় ইউনিয়নে কসোভোর সদস্য পদের জন্য একটি আন্তঃ-প্রাতিষ্ঠানিক ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল।

 

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

বুধবার এক ভাষণে কুর্তি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা দিবসের সম্মানে’২৪ আগস্ট, কসোভোতে ইউক্রেনীয় সাংবাদিকদের থাকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রিস্টিনা৷ বলেন, ‘এটি সংহতির কাজ। সরকারি প্রাঙ্গনে ইউক্রেনের পতাকা উড়ছে।’

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর

 

আরও পড়ুন: রাষ্ট্রসংঘে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি আব্বাসের

উল্লেখ্য, সংখ্যাগুরু আলবানীয় জনসংখ্যার দেশ কসোভো ১৯৯৯ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয় এবং ২০০৮ সালে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। যদিও এখনও পর্যন্ত সার্বিয়া কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। বিভিন্ন উপায়ে সার্বিয়া কসোভোর বেশকিছু অঞ্চলের মালিকানা দাবি করে চলেছে।

 

এখন কসোভো ইউরোপীয় ইউনিয়নরে পূর্ণ সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে যার মাধ্যমে ইইউ অঞ্চলে মুক্ত ভিসার সুবিধা পাবে তারা। কসোভোর স্বাধীনতাকে যে দেশগুলি স্বীকৃতি দেয়নি তাদের মধ্যে রয়েছে সার্বিয়া, রাশিয়া ও চিন।