সুশীলা কার্কি না কুলমান ঘিসিং? অগ্নিগর্ভ নেপালে অন্তর্বর্তী সরকার বাছাইয়ে জটিলতা
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন Kulman Ghising! তুঙ্গে জল্পনা
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 187
পুবের কলম,ওয়েবডেস্ক: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন Kulman Ghising! তুঙ্গে জল্পনা। বুধবার রাত পর্যন্তও সুশীলা কার্কির নাম জল্পনাই থাকলেও, বৃহস্পতিবার হতে না হতে কাহিনীতে টুইস্ট।
কাঠমান্ডু পোস্ট সূত্রে খবর, সুশীলা নন, এই পদে বসতে পারেন কুলমান ঘিসিং। পেশায় প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান দীর্ঘদিন ধরে দেশটির ইলেকট্রিসিটি বোর্ডের প্রধান ছিলেন। ৫৪ বছরের কুলমান নেপালে বিদ্যুতের সমস্যা মেটাতে এক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশটির বিদ্যুৎ সমস্যা দূরীকরণে কুলমনের ভূমিকা সকলের জানা। সেই সূত্রেই কি তাঁকেই বেছে নিতে চাইছেন জেন জি-রা? শুরু জোর জল্পনা।
আরও পড়ুন: জাকসু নির্বাচন (JUCSU) : শুরু ভোটগ্রহণ, কাদের মধ্যে লড়াই?
বলা বাহুল্য, ওলির পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার জন্য বালেন্দ্র শাহর সঙ্গে যোগাযোগ করলেও সাড়া মেলেনি। ফলে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম বেছে নিয়েছিলেন বিপ্লবীরা। কারকিও সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন ,তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। বুধবার রাতে বালেন্দ্র শাহ খোদ সোশ্যাল সাইটে তাঁকে সমর্থন জানান। জানান, কুরশিতে কারকি বসলে তা আদতে ভালই হবে। শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সকাল হতে না হতেই চিত্র বদলে যায়। উঠে আসে নয়া নাম Kulman Ghising।
































