থমথমে লাদাখ, অশান্তি ছড়ানোর অভিযোগে কংগ্রেস কাউন্সিলারের নামে FIR
- আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 254
পুবের কলম ওয়েবডেস্ক: লাদাখ এখনও থমথমে। বিভিন্ন জায়গায় কার্ফু জারি রয়েছে। ভাঙচুর ও হিংসা ছড়ানোর ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর করা হয়েছে কংগ্রেস কাউন্সিলারের নামে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বুধবার বিকেলের পরে নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত এই সংঘর্ষকে ‘ষড়যন্ত্র’ বলেছেন। আন্দোলনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। তিনি জানান, কংগ্রেস কাউন্সিলার ফুন্টসগ স্ট্যানজিন সেপাগের নামে পুলিশ এফআইআর করেছে।
লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে নাগরিকদের একাংশ। আন্দোলনের পুরোভাগে রয়েছেন সোনম ওয়াংচুক। আগামী ৬ অক্টোবর আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তার আগেই বুধবার সকাল থেকে অশান্তি শুরু হয় লেহতে।
This man rioting in Ladakh is Phuntsog Stanzin Tsepag, Congress Councillor for Upper Leh Ward.
He can be clearly seen instigating the mob and participating in violence that targeted the BJP office and the Hill Council.
Is this the kind of unrest Rahul Gandhi has been… pic.twitter.com/o2WHdcCIuC
— Amit Malviya (@amitmalviya) September 24, 2025




























