০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী বিধিভঙ্গের ১৩ বছরের পুরনো মামলায় ৬ হাজার টাকা জরিমানা লালুর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২২, বুধবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্ক: গো খাদ্য কেলেঙ্কারির পরে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। ১৩ বছরের পুরনো নির্বাচনী বিধিভঙ্গের মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা করে ঝাড়খণ্ডের পালামৌ জেলা আদালত। বুধবার পালামৌ জেলা আদালতে হাজির হন লালু প্রসাদ যাদব। শুনানি চলছিল বিচারক সতীশ কুমার মুন্ডার এজলাসে। বিচারকের কাছে তিনি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ স্বীকার করে নেন। এই স্বীকারোক্তির সঙ্গে মামলার নিষ্পত্তি ঘটল।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের ঘটনাটি ঘটে ২০০৯ সালে। রাজ্য বিধানসভার ভোটে আরজেডি সুপ্রিমোর চপারটি চালকের ভুলে মেদিনীনগরে হেলিপ্যাডের বদলে গাড়োয়ায় ধানক্ষেতে অবতরণ করেছিল।

আরও পড়ুন: বিহারের রোহতাসে কংগ্রেস ও আরজেডিকে নিশানা মোদির, তফশিলি এবং তফশিলি উপজাতিদের প্রতারণার অভিযোগ

বিরোধীদলের অভিযোগ, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। লালুপ্রসাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইপিসি’র ১৮৮, ২৭৯, ২৯০, ২৯১, ৩৪ ধারায় একাধিক মামলা রুজু করে। এদিন আদালতে উপস্থিত হয়ে সব অভিযোগ স্বীকার করে নেন লালু। সেই সঙ্গে এই মামলা থেকে আরজেডি প্রধানকে নিষ্কৃতি দেওয়া হল বলে জানিয়ে দেয় আদালত।

আরও পড়ুন: কিডনি প্রতিস্থাপন করতে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন লালু

এদিন রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত চত্বরের বাইরে ছিলেন লালু প্রসাদ যাদবের অনুগামীদের ভিড়। আরজেডি প্রধানের গলায় ফুলের মালা পরিয়ে জয়ধ্বনি দিতে থাকে তারা।

যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন এসডিপিও সুরজিৎ কুমার।

সোমবার এই মামলায় হাজিরা দেওয়ার জন্য লালু প্রসাদ যাদব প্রথমে পালামৌর জেলা সদর দফতর মেদিনীনগরে আসেন। তবে আরজেডি প্রধান যে সার্কিট হাউসে ছিলেন সেই ঘরের পাখায় হঠাৎ করে আগুন ধরে যায়। তবে তার অনুগামীদের সহায়তায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রসঙ্গত, এর আগেও একাধিক অভিযোগে মামলা চলেছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে, যার মধ্যে গো-খাদ্য কেলেঙ্কারি কাণ্ডে কারাদণ্ডের সাজাও পান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচনী বিধিভঙ্গের ১৩ বছরের পুরনো মামলায় ৬ হাজার টাকা জরিমানা লালুর

আপডেট : ৮ জুন ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গো খাদ্য কেলেঙ্কারির পরে এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। ১৩ বছরের পুরনো নির্বাচনী বিধিভঙ্গের মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা করে ঝাড়খণ্ডের পালামৌ জেলা আদালত। বুধবার পালামৌ জেলা আদালতে হাজির হন লালু প্রসাদ যাদব। শুনানি চলছিল বিচারক সতীশ কুমার মুন্ডার এজলাসে। বিচারকের কাছে তিনি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ স্বীকার করে নেন। এই স্বীকারোক্তির সঙ্গে মামলার নিষ্পত্তি ঘটল।

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের ঘটনাটি ঘটে ২০০৯ সালে। রাজ্য বিধানসভার ভোটে আরজেডি সুপ্রিমোর চপারটি চালকের ভুলে মেদিনীনগরে হেলিপ্যাডের বদলে গাড়োয়ায় ধানক্ষেতে অবতরণ করেছিল।

আরও পড়ুন: বিহারের রোহতাসে কংগ্রেস ও আরজেডিকে নিশানা মোদির, তফশিলি এবং তফশিলি উপজাতিদের প্রতারণার অভিযোগ

বিরোধীদলের অভিযোগ, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। লালুপ্রসাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইপিসি’র ১৮৮, ২৭৯, ২৯০, ২৯১, ৩৪ ধারায় একাধিক মামলা রুজু করে। এদিন আদালতে উপস্থিত হয়ে সব অভিযোগ স্বীকার করে নেন লালু। সেই সঙ্গে এই মামলা থেকে আরজেডি প্রধানকে নিষ্কৃতি দেওয়া হল বলে জানিয়ে দেয় আদালত।

আরও পড়ুন: কিডনি প্রতিস্থাপন করতে এবার সিঙ্গাপুরে যাচ্ছেন লালু

এদিন রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত চত্বরের বাইরে ছিলেন লালু প্রসাদ যাদবের অনুগামীদের ভিড়। আরজেডি প্রধানের গলায় ফুলের মালা পরিয়ে জয়ধ্বনি দিতে থাকে তারা।

যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন এসডিপিও সুরজিৎ কুমার।

সোমবার এই মামলায় হাজিরা দেওয়ার জন্য লালু প্রসাদ যাদব প্রথমে পালামৌর জেলা সদর দফতর মেদিনীনগরে আসেন। তবে আরজেডি প্রধান যে সার্কিট হাউসে ছিলেন সেই ঘরের পাখায় হঠাৎ করে আগুন ধরে যায়। তবে তার অনুগামীদের সহায়তায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রসঙ্গত, এর আগেও একাধিক অভিযোগে মামলা চলেছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে, যার মধ্যে গো-খাদ্য কেলেঙ্কারি কাণ্ডে কারাদণ্ডের সাজাও পান তিনি।