পুবের কলম, ওয়েবডেস্ক: জমি নিয়ে বিবাদ। তার জেরেই নিজের বাবা, বোন ও ভাগ্নিকে খুন করল গুণধর ছেলে। কুঠার দিয়ে কুপিয়ে খুন করার পর দেহগুলি কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। সোমবার নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গঙ্গানগর এলাকার একটি গ্রামে। গঙ্গানগরের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কুলদীপ গুনাওয়াত জানান, রবিবার মুকুন্দ প্যাটেল মউআইমা থানায় তাঁর বাবা, বোন ও ভাগ্নির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন যে তাঁর দাদা মুকেশ প্যাটেল এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) মুকেশ প্যাটেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, তাঁর বাবা রাম সিং (৫৫) চার বিঘা জমি তাঁর ভাই মুকুন্দের নামে লিখে দেওয়ার পর থেকেই তাঁদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্ত দাবি করে যে সে বাবার কাছে ১০ কাঠা জমি চাইছিল, কিন্তু বাবা রাজি না হওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, ২ জানুয়ারি রাতে বাবাকে খুন করার উদ্দেশ্যে মুকেশ বাড়িতে যায় এবং তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করে। সেই সময় তাঁর বোন সাধনা (২১) ও ভাগ্নি আস্থা (১৪) তাকে বাধা দিতে এগিয়ে এলে, কাছেই পড়ে থাকা একটি কুঠার দিয়ে তাদের ওপর হামলা চালায় মুকেশ। এতে তিনজনেরই মৃত্যু হয়। এরপর ২ জানুয়ারির রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে অভিযুক্ত বাড়ির কাছে একটি কুয়োয় তিনটি দেহ ফেলে দেয় এবং উপর থেকে খড় দিয়ে ঢেকে দেয়।
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে কুয়ো থেকে তিনটি দেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মুকেশ প্যাটেলের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুটি কার্তুজও উদ্ধার হয়েছে। এই ঘটনায় মউআইমা থানায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























