অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 25
পুবের কলম ওয়েবডেস্ক : অসমের ডিমা হাসাও নামে উপজাতি অধ্যুষিত জেলার ৩০০০ বিঘা জমি মহাবল সিমেন্ট কোম্পানির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এতে বিস্মিত গুয়াহাটি হাইকোর্টের বিচারপতিরা। বিচারপতি সঞ্জয় কুমার মেধি মন্তব্য করেছেন, মহাবল সিমেন্ট সংস্থা নিশ্চয়ই খুব প্রভাবশালী। নয়তো জেলার অর্ধেকের বেশি জমি তাদের দেওয়া হয়?
কোর্ট বলেছে, এ এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। এটা কি মস্করা না অন্য কিছু? কীভাবে একটা কোম্পানিকে ৩০০০ বিঘা জমি দেওয়া হয়? ৩০০০ বিঘা জমি কতটা তা বোঝে সরকার? বিচারপতি বলেছেন, ওই জেলা সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে পড়ে। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী এই জেলার জমিতে উপজাতিদের অধিকার সর্বাগ্রে।
তাছাড়া ওখানে উমরাঙ্গসো নামে যে অঞ্চল রয়েছে সেখানে উষ্ণ প্রস্রবণ, পরিযায়ী পাখিদের নিয়মিত আসার বড় জলাশয় রয়েছে। তাই কোর্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে নির্দেশ দিয়েছে, কোন নীতির ভিত্তিতে ওই সিমেন্ট কোম্পানিকে এত বিপুল পরিমাণ জমি দেওয়া হয়েছে এবং তা সিদ্ধান্ত হিসেবে লেখা রয়েছে কিনা সব জানাতে।
ওই সিমেন্ট কোম্পানিকে ওই জেলায় জমি বরাদ্দ করার পরেই জেলায় উচ্ছেদ অভিযান চলে। তখনই গ্রামবাসীরা আদালতের শরণাপন্ন হন। ওই কোম্পানিকে ৩০ বছরের ইজারায় জমি দেওয়া হয়েছে বলে খবর। গ্রামবাসীদের আইনজীবী এখনই উচ্ছেদ স্থগিত রাখার আবেদন করেন।আদালত সেই স্থগিতাদেশ না দিলেও বলেছে, কোন নিয়ম মেনে জমি দেওয়া হয়েছে সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।