০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুমিছিলের মধ্যেই ফের ভূমিধস মণিপুরে, কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেক : ফের ভূমিধসের কবলে মণিপুর। সেই দৃশ্য ধরা পড়েছে মণিপুর মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং অ্যাসোসিয়েশনের ক্যামেরায়। তবে কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি।

এদিকে গত দুদিন আগে ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও চলছে উদ্ধারকার্য। প্রায় ৫০-এর বেশি মানুষ নিখোঁজ। সেই ঘটনার মধ্যেই নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, ‘মণিপুরের ইতিহাসে ভয়ঙ্করতম ঘটনা। ৮১ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮ জন টেরিটোয়িয়াল আর্মি পার্সোন্যাল। প্রায় ৫৫ জন মানুষ নিখোঁজ। আটক দেহ উদ্ধার করতে আরও দু-তিনদিন সময় লাগবে।’

ভূমিধসে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে মণিপুর। কমপক্ষে ৮১ জনের প্রাণহানির ঘটনা আরও আতঙ্ক বাড়িয়ে তুলেছে। তবে প্রশাসনের বক্তব্য, এই সংখ্যা আরও বাড়তে পারে। নোনি জেলার টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল সেনাক্যাম্প ধসে চাপা পড়ে যায়। সেই ঘটনায় ১৮ জন জওয়ান-সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। সেনা মুখপাত্রের বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও ৩৮ জন নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকার্য। অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বুলডোজার, স্নিফার ডগ এনে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে খবর, টেরিটোরিয়াল আর্মির ১৩ জওয়ান, পাঁচ জন স্থানীয় বাসিন্দাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। টেরিটোরিয়াল আর্মির ১৮ জন জওয়ান এবং ছয় স্থানীয় বাসিন্দার দেহ উদ্ধার হয়েছে। টেরিটোরিয়াল আর্মির ১২ জওয়ান এবং ২৬ জন স্থানীয় বাসিন্দা এখনও নিখোঁজ।

ঘটনায় কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ট্যুইটে লেখেন, ‘মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জি’র সঙ্গে এই মর্মান্তিক ভূমিধস নিয়ে তিনি কথা হয়েছে। কেন্দ্র সরকার সব রকম সাহায্যের জন্য পাশে আছে। আমি ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ শহিদ জওয়ানদের প্রতি ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যুমিছিলের মধ্যেই ফের ভূমিধস মণিপুরে, কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস মোদির

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেক : ফের ভূমিধসের কবলে মণিপুর। সেই দৃশ্য ধরা পড়েছে মণিপুর মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং অ্যাসোসিয়েশনের ক্যামেরায়। তবে কোনও হতা-হতের খবর পাওয়া যায়নি।

এদিকে গত দুদিন আগে ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে ক্রমশই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও চলছে উদ্ধারকার্য। প্রায় ৫০-এর বেশি মানুষ নিখোঁজ। সেই ঘটনার মধ্যেই নতুন করে ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, ‘মণিপুরের ইতিহাসে ভয়ঙ্করতম ঘটনা। ৮১ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮ জন টেরিটোয়িয়াল আর্মি পার্সোন্যাল। প্রায় ৫৫ জন মানুষ নিখোঁজ। আটক দেহ উদ্ধার করতে আরও দু-তিনদিন সময় লাগবে।’

ভূমিধসে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে মণিপুর। কমপক্ষে ৮১ জনের প্রাণহানির ঘটনা আরও আতঙ্ক বাড়িয়ে তুলেছে। তবে প্রশাসনের বক্তব্য, এই সংখ্যা আরও বাড়তে পারে। নোনি জেলার টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল সেনাক্যাম্প ধসে চাপা পড়ে যায়। সেই ঘটনায় ১৮ জন জওয়ান-সহ ২৪ জনের মৃত্যু হয়েছে। সেনা মুখপাত্রের বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখনও ৩৮ জন নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকার্য। অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বুলডোজার, স্নিফার ডগ এনে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সেনা সূত্রে খবর, টেরিটোরিয়াল আর্মির ১৩ জওয়ান, পাঁচ জন স্থানীয় বাসিন্দাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। টেরিটোরিয়াল আর্মির ১৮ জন জওয়ান এবং ছয় স্থানীয় বাসিন্দার দেহ উদ্ধার হয়েছে। টেরিটোরিয়াল আর্মির ১২ জওয়ান এবং ২৬ জন স্থানীয় বাসিন্দা এখনও নিখোঁজ।

ঘটনায় কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ট্যুইটে লেখেন, ‘মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জি’র সঙ্গে এই মর্মান্তিক ভূমিধস নিয়ে তিনি কথা হয়েছে। কেন্দ্র সরকার সব রকম সাহায্যের জন্য পাশে আছে। আমি ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ শহিদ জওয়ানদের প্রতি ট্যুইটে শোকজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।