০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে ৬ মাসে ২ হাজার অমুসলিমের ইসলাম গ্রহণ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার
  • / 158

পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহির মুহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে– চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ বিগত ছয় মাসে বিভিন্ন দেশের ২ হাজারেরও বেশি অমুসলিম নাগরিক দুবাইয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সংস্থাটির তথ্য মতে– চলতি বছরের জানুয়ারি থেকে  জুন মাস পর্যন্ত ২০২৭ জন অমুসলিম স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে চলে এসেছেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

দুবাইয়ের  ইসলামিক অ্যাফেয়ার্স  অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত এই কেন্দ্রটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস– ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিতি তুলে ধরে। অমুসলিমদের ইসলামি মূল্যবোধ বুঝতে সাহায্য করে– সবার কাছে তুলে ধরা হয় সহনশীলতার বার্তা– মানুষের মন থেকে ইসলাম নিয়ে নানান বিভ্রান্তিও দুর করা হয়। সংস্থাটি ইসলামিক সংস্কৃতির প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কালচার সেন্টারের পরিচালক হিন্দ মুহাম্মদ লুতা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট  সাইটে যাওয়ার আহ্বান জানান।  তাঁর কথায়– ’আমাদের– সেন্টারটি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রচারে অবিরাম কাজ করে চলেছে। এর মাধ্যমে দুবাইয়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ ইসলামকে কাছ থেকে জানার সুযোগ পাবেন।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ে ৬ মাসে ২ হাজার অমুসলিমের ইসলাম গ্রহণ

আপডেট : ৩০ জুন ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহির মুহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে– চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ বিগত ছয় মাসে বিভিন্ন দেশের ২ হাজারেরও বেশি অমুসলিম নাগরিক দুবাইয়ে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সংস্থাটির তথ্য মতে– চলতি বছরের জানুয়ারি থেকে  জুন মাস পর্যন্ত ২০২৭ জন অমুসলিম স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে চলে এসেছেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

দুবাইয়ের  ইসলামিক অ্যাফেয়ার্স  অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত এই কেন্দ্রটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস– ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিতি তুলে ধরে। অমুসলিমদের ইসলামি মূল্যবোধ বুঝতে সাহায্য করে– সবার কাছে তুলে ধরা হয় সহনশীলতার বার্তা– মানুষের মন থেকে ইসলাম নিয়ে নানান বিভ্রান্তিও দুর করা হয়। সংস্থাটি ইসলামিক সংস্কৃতির প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কালচার সেন্টারের পরিচালক হিন্দ মুহাম্মদ লুতা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহীদের সংশ্লিষ্ট  সাইটে যাওয়ার আহ্বান জানান।  তাঁর কথায়– ’আমাদের– সেন্টারটি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রচারে অবিরাম কাজ করে চলেছে। এর মাধ্যমে দুবাইয়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ ইসলামকে কাছ থেকে জানার সুযোগ পাবেন।’

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম