০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, বয়স হয়েছিল ৮৩ বছর

ইমামা খাতুন
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিংহ যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব প্রায় দু’বছর ধরেই অসুস্থ ছিলেন। ২ অক্টোবর, তাঁর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। এর পর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও গতকাল আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা হয়নি।
সোমবার সকালে মুলায়ম সিং যাদবের পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে।

আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন মুলায়ম সিং যাদব, জাকির হুসেন, কেএম বিড়লা, সুধা মূর্তি, মরণোত্তর পদ্মশ্রী পাবেন রাকেশ ঝুনঝুনওয়ালা

প্রসঙ্গত, তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের তিনি।

আরও পড়ুন: গ্রামেই হবে শেষকৃত্য, মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

আরও পড়ুন: মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকজ্ঞাপন করে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী মোদির

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, বয়স হয়েছিল ৮৩ বছর

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিংহ যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব প্রায় দু’বছর ধরেই অসুস্থ ছিলেন। ২ অক্টোবর, তাঁর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। এর পর তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও গতকাল আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর।

হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা হয়নি।
সোমবার সকালে মুলায়ম সিং যাদবের পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে।

আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন মুলায়ম সিং যাদব, জাকির হুসেন, কেএম বিড়লা, সুধা মূর্তি, মরণোত্তর পদ্মশ্রী পাবেন রাকেশ ঝুনঝুনওয়ালা

প্রসঙ্গত, তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের তিনি।

আরও পড়ুন: গ্রামেই হবে শেষকৃত্য, মুলায়ম সিং যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

আরও পড়ুন: মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল, শোকজ্ঞাপন করে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী মোদির