০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভরতের কিপিং দক্ষতায় মুগ্ধ লক্ষণ

পুবের কলম
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্ক: কানপুরে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চলতি প্রথম টেস্টের তৃতীয় দিনে ঘাড়ে টান লাগায় ভারতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার জায়গায় দলের হয়ে কিপিং করেন এ এস ভরত। কানপুরের পিচে পরীক্ষার মধ্যে পডেও  ভালোই কিপিং করেন ভরত। দুটি ক্যাচ সহ একটি  স্টাম্পিং করেন তিনি। ২৮ বছরের এই উইকেটকিপারে মজেছেন ভারতের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণও।  

কর্ণাটকের এই কিপারের প্রশংসা করে লক্ষণ বলেন– ‘ভরতের কিপিং দক্ষতা নিয়ে রাহুল দ্রাবিড় আমাকে অনেক আগেই বলেছিল। ও আমাকে বলেছিল– ঋদ্ধিমান সাহার পরে এই মুহূর্তে ভারতীয় টেস্ট ক্রিকেটের সেরা উইকেটকিপার ভরত। নির্বাচকেরা ওর উপরে ভরসা রেখেছে। আর সুযোগ  পেয়েই ভরত নিজেকে প্রমাণও করেছে। এটা দেখেও  ভালো লাগছে যে দলের  কোচ ও নির্বাচকের ভরসার মর্যাদা দিতে  পেরেছে ভরত। ’

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হচ্ছেন ভিভিএস লক্ষণ

 একই সঙ্গে লক্ষণের সংযোজন–  ‘কানপুরের মত স্পিন সহায়ক  উইকেটে দলে ভালো উইকেটকিপার না থাকলে সমস্যায় পড়তে হয়। ভরতের টেকনিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। জাতীয়  দলের হয়ে প্রথমবারের জন্য মাঠে নেমেও ও কিন্তু ঘাবড়ে যায়নি। চাপের মুহূর্তেও  ভরত নজরকাড়া পারফরম্যান্স  মেলে ধরেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভরতের কিপিং দক্ষতায় মুগ্ধ লক্ষণ

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: কানপুরে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে চলতি প্রথম টেস্টের তৃতীয় দিনে ঘাড়ে টান লাগায় ভারতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার জায়গায় দলের হয়ে কিপিং করেন এ এস ভরত। কানপুরের পিচে পরীক্ষার মধ্যে পডেও  ভালোই কিপিং করেন ভরত। দুটি ক্যাচ সহ একটি  স্টাম্পিং করেন তিনি। ২৮ বছরের এই উইকেটকিপারে মজেছেন ভারতের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণও।  

কর্ণাটকের এই কিপারের প্রশংসা করে লক্ষণ বলেন– ‘ভরতের কিপিং দক্ষতা নিয়ে রাহুল দ্রাবিড় আমাকে অনেক আগেই বলেছিল। ও আমাকে বলেছিল– ঋদ্ধিমান সাহার পরে এই মুহূর্তে ভারতীয় টেস্ট ক্রিকেটের সেরা উইকেটকিপার ভরত। নির্বাচকেরা ওর উপরে ভরসা রেখেছে। আর সুযোগ  পেয়েই ভরত নিজেকে প্রমাণও করেছে। এটা দেখেও  ভালো লাগছে যে দলের  কোচ ও নির্বাচকের ভরসার মর্যাদা দিতে  পেরেছে ভরত। ’

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হচ্ছেন ভিভিএস লক্ষণ

 একই সঙ্গে লক্ষণের সংযোজন–  ‘কানপুরের মত স্পিন সহায়ক  উইকেটে দলে ভালো উইকেটকিপার না থাকলে সমস্যায় পড়তে হয়। ভরতের টেকনিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা আমাকে মুগ্ধ করেছে। জাতীয়  দলের হয়ে প্রথমবারের জন্য মাঠে নেমেও ও কিন্তু ঘাবড়ে যায়নি। চাপের মুহূর্তেও  ভরত নজরকাড়া পারফরম্যান্স  মেলে ধরেছে।