১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জীবনাবসান, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 52

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত বাংলার প্রবাদপ্রতিম ও আর্শিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিক। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অনুযায়ী তাকে ইকবালপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ সুভাষ ভৌমিক।

কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জীবনাবসান, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কোচ সুভাষ ভৌমিক। জানা গিয়েছে বিগত তিনমাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। মাঝে তার বুকে সংক্রমণ হয়েছিল। পরে শোনা যায় তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাতে তাকে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

সুভাষ ভৌমিকের অসুস্থতার খবর সামনে আসতেই একদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন সুভাষ ভৌমিকের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে রাজ্য সরকার। সেইমতো তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তির তোড়জোড় চলছিল। কিন্তু নিজের স্বভাব সিদ্ধ মেজাজে কাউকে কোনো সুযোগ না দিয়ে ময়দানের ভোম্বল দা সবাইকে ডজ করে বেরিয়ে পড়লেন, না ফেরার দেশের উদ্দেশ্যে।

কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকের ছায়া ময়দান জুড়ে। অ্যালভিটো ডিকুনহো থেকে দেবজিৎ ঘোষ একযোগে সবাই জানিয়ে দিলেন, তারা একজন কোচকে নয়, সত্যি কারের একজন অভিভাবককে হারালেন। শোক বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন,’ বিশিষ্ট ফুটবলারও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করেন। তাঁর প্রয়াণে এই জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জীবনাবসান, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

আপডেট : ২২ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রয়াত বাংলার প্রবাদপ্রতিম ও আর্শিয়ান কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিক। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অনুযায়ী তাকে ইকবালপুর এর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার ভোররাতে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইস্টবেঙ্গলকে আই লিগ জেতানো কোচ সুভাষ ভৌমিক।

কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের জীবনাবসান, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন কোচ সুভাষ ভৌমিক। জানা গিয়েছে বিগত তিনমাস ধরে তার ডায়ালাইসিস চলছিল। মাঝে তার বুকে সংক্রমণ হয়েছিল। পরে শোনা যায় তিনি করোনাতে আক্রান্ত হয়েছেন। তাতে তাকে ইকবালপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

সুভাষ ভৌমিকের অসুস্থতার খবর সামনে আসতেই একদিন আগেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন সুভাষ ভৌমিকের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে রাজ্য সরকার। সেইমতো তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তির তোড়জোড় চলছিল। কিন্তু নিজের স্বভাব সিদ্ধ মেজাজে কাউকে কোনো সুযোগ না দিয়ে ময়দানের ভোম্বল দা সবাইকে ডজ করে বেরিয়ে পড়লেন, না ফেরার দেশের উদ্দেশ্যে।

কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকের ছায়া ময়দান জুড়ে। অ্যালভিটো ডিকুনহো থেকে দেবজিৎ ঘোষ একযোগে সবাই জানিয়ে দিলেন, তারা একজন কোচকে নয়, সত্যি কারের একজন অভিভাবককে হারালেন। শোক বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন,’ বিশিষ্ট ফুটবলারও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করেন। তাঁর প্রয়াণে এই জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সুভাষ ভৌমিকের পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’