১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জমা জলে কুকুর -ইঁদুরের প্রস্রাব থেকে ছড়াচ্ছে লেপটোস্পাইরোসিস,সতর্ক করল স্বাস্থ্যদফতর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ভরা ভাদ্রতেও কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি।

বৃষ্টিতে জমা জল পেরিয়ে বাড়ি আসার পর দেখলেন চোখ টকটকে লাল, পায়ের পেশিতে কোন সাড় নেই। শক্ত হয়ে গিয়েছে ঘাড়।। শরীরে বাসা বাঁধেনি তো লেপটোস্পাইরোসিস।

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই এবার চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলছে লেপটোস্পাইরোসিস। রাস্তায় জমা জলে মিশছে কুকুর এবং বিড়ালের প্রস্রাব। তার থেকেই মানব শরীরে ছড়াচ্ছে মারণ এই ব্যাধি। স্বাস্থ্যভবনও ইতিমধ্যেই জারি করেছে সতর্কবার্তা।

প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে গিয়েছে স্বাস্থ্যভবনের সেই অ্যাডভাইজরি। এ রাজ্যে এই মুহূর্তে অসুখ মাথাচাড়া না দিলেও লেপটোস্পাইরোসিসের অনুকূল পরিবেশ রয়েছে যত্রতত্র। তাই সময় থাকতেই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যদপ্তর।

এই ধরনের উপসর্গ দেখা দিলেই সময় থাকতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কুকুর–ইঁদুর কিম্বা গবাদি পশুর শরীরে একধরণের স্পাইরাল ব্যাকটেরিয়ার দেখা মেলে। তার নাম লেপটোস্পাইরা। এর থেকেই ছড়ায় অসুখ।

স্বাস্থ্যভবন যে আ্যডভাইজারি দিয়েছে তাতে বলা হচ্ছে পায়ের পেশি অসাড়, ঘাড় শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে জন্ডিস, তলপেটে ব্যাথা। কিছু রক্ত ও প্রসাব পরীক্ষা করলেই চিকিৎসক বুঝতে পারবেন রোগী লেপটোস্পাইরোসিসে আক্রান্ত কিনা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমা জলে কুকুর -ইঁদুরের প্রস্রাব থেকে ছড়াচ্ছে লেপটোস্পাইরোসিস,সতর্ক করল স্বাস্থ্যদফতর

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ভরা ভাদ্রতেও কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি।

বৃষ্টিতে জমা জল পেরিয়ে বাড়ি আসার পর দেখলেন চোখ টকটকে লাল, পায়ের পেশিতে কোন সাড় নেই। শক্ত হয়ে গিয়েছে ঘাড়।। শরীরে বাসা বাঁধেনি তো লেপটোস্পাইরোসিস।

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই এবার চিকিৎসকদের কপালে ভাঁজ ফেলছে লেপটোস্পাইরোসিস। রাস্তায় জমা জলে মিশছে কুকুর এবং বিড়ালের প্রস্রাব। তার থেকেই মানব শরীরে ছড়াচ্ছে মারণ এই ব্যাধি। স্বাস্থ্যভবনও ইতিমধ্যেই জারি করেছে সতর্কবার্তা।

প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, প্রতিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে গিয়েছে স্বাস্থ্যভবনের সেই অ্যাডভাইজরি। এ রাজ্যে এই মুহূর্তে অসুখ মাথাচাড়া না দিলেও লেপটোস্পাইরোসিসের অনুকূল পরিবেশ রয়েছে যত্রতত্র। তাই সময় থাকতেই সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যদপ্তর।

এই ধরনের উপসর্গ দেখা দিলেই সময় থাকতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কুকুর–ইঁদুর কিম্বা গবাদি পশুর শরীরে একধরণের স্পাইরাল ব্যাকটেরিয়ার দেখা মেলে। তার নাম লেপটোস্পাইরা। এর থেকেই ছড়ায় অসুখ।

স্বাস্থ্যভবন যে আ্যডভাইজারি দিয়েছে তাতে বলা হচ্ছে পায়ের পেশি অসাড়, ঘাড় শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে জন্ডিস, তলপেটে ব্যাথা। কিছু রক্ত ও প্রসাব পরীক্ষা করলেই চিকিৎসক বুঝতে পারবেন রোগী লেপটোস্পাইরোসিসে আক্রান্ত কিনা।