৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার
  • / 93

পুবের কলম,ওয়েবডেস্ক: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্লেইমের নিয়ম আরও সহজ করল এলআইসি। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির তরফে  জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে এলআইসি পলিসি হোল্ডার থাকলে পরিবারের পলিসি ক্লেইম করতে অসুবিধা হবে না।

শনিবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের টাকা ‘ক্লেম’-র প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এমনিতে যে একাধিক নিয়মকানুন আছে, তাতে ছাড় দেওয়া হবে। অর্থাৎ দ্রুত বিমার টাকা প্রদান করা হবে বলে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

সেজন্য একটি হেল্পডেস্ক এবং কলসেন্টারও (02268276827) চালু করেছে এলআইসি। শনিবার রাতের দিকে একটি বিজ্ঞপ্তি জারি করে এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত বিমার টাকা তুলতে পারেন, সেজন্য একগুচ্ছ নিয়ম শিথিল করা হয়েছে। তিনি বলেছেন, ‘শুক্রবার ওড়িশার বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ এলআইসি। সেইসঙ্গে তাঁদের আর্থিক সাহায্য করতে ক্লেমের প্রক্রিয়া আরও দ্রুত শেষ করা হবে।’

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির চূড়ান্ত পর্যায় শুরু, গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে চলেছে? জেনে নিন বিস্তারিত

এলআইসির তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলআইসি পলিসির ক্লেম প্রক্রিয়ার ক্ষেত্রে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়, তা কাটাতে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। সেইসঙ্গে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র টাকা পাওয়ার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

ডেথ সার্টিফিকেট হিসেবে কোন নথি জমা দেওয়া যাবে? রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, রেল, পুলিশ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত মৃতদের তালিকায় নাম থাকলেই তা ডেথ সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে।

পরিসংখ্যান বলছে,   শনিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন ২৯৫ জন। আহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। শোনা যাচ্ছে, এই মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্লেইমের নিয়ম আরও সহজ করল এলআইসি। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানির তরফে  জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে এলআইসি পলিসি হোল্ডার থাকলে পরিবারের পলিসি ক্লেইম করতে অসুবিধা হবে না।

শনিবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের টাকা ‘ক্লেম’-র প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এমনিতে যে একাধিক নিয়মকানুন আছে, তাতে ছাড় দেওয়া হবে। অর্থাৎ দ্রুত বিমার টাকা প্রদান করা হবে বলে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

সেজন্য একটি হেল্পডেস্ক এবং কলসেন্টারও (02268276827) চালু করেছে এলআইসি। শনিবার রাতের দিকে একটি বিজ্ঞপ্তি জারি করে এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, ওড়িশায় রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা যাতে দ্রুত বিমার টাকা তুলতে পারেন, সেজন্য একগুচ্ছ নিয়ম শিথিল করা হয়েছে। তিনি বলেছেন, ‘শুক্রবার ওড়িশার বালাসোরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ এলআইসি। সেইসঙ্গে তাঁদের আর্থিক সাহায্য করতে ক্লেমের প্রক্রিয়া আরও দ্রুত শেষ করা হবে।’

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির চূড়ান্ত পর্যায় শুরু, গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে চলেছে? জেনে নিন বিস্তারিত

এলআইসির তরফে জানানো হয়েছে, বিভিন্ন এলআইসি পলিসির ক্লেম প্রক্রিয়ার ক্ষেত্রে যে সব সমস্যার সম্মুখীন হতে হয়, তা কাটাতে একাধিক নিয়ম শিথিল করা হয়েছে। সেইসঙ্গে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’-র টাকা পাওয়ার ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

ডেথ সার্টিফিকেট হিসেবে কোন নথি জমা দেওয়া যাবে? রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার তরফে জানানো হয়েছে, রেল, পুলিশ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত মৃতদের তালিকায় নাম থাকলেই তা ডেথ সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে।

পরিসংখ্যান বলছে,   শনিবার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছেন ২৯৫ জন। আহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। শোনা যাচ্ছে, এই মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে।