২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে সর্বাধিক সংখ্যক বিমা বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এলআইসির

আবুল খায়ের
  • আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
  • / 170

পুবের কলম, ওয়েব ডেস্ক: অতীতে সরকারি এই জীবন বিমা কোম্পানির নামে জুড়েছে অনেক সুনাম। দেশের মাটিতে পেয়েছে নির্ভরযোগ্যতার তকমা। এবার লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের সেই মুকুটে জুড়ল আরও এক পালক। ভারতের জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক বিমা পলিসি বিক্রি করে একটি নতুন রেকর্ড তৈরি করেছে।

এলআইসি শনিবার জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক জীবন বিমা পলিসি বিক্রি করে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছে। এই ঐতিহাসিক কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিজেই যাচাই করেছে। এর পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০ জানুয়ারি ২০২৫ তারিখে এলআইসি-এর নেটওয়ার্কের চমৎকার পারফরম্যান্সের প্রশংসা করেছে। ওই দিন সারা দেশে এলআইসি-এর মোট ৪,৫২,৮৩৯ জন এজেন্ট ৫,৮৮,১০৭টি জীবন বিমা পলিসি বিক্রি করে এই রেকর্ড অর্জন করেছে। এলআইসি-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “২৪ ঘণ্টার মধ্যে জীবন বিমা শিল্পে এজেন্ট প্রোডাকশনের এটি একটি নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে।”

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির চূড়ান্ত পর্যায় শুরু, গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে চলেছে? জেনে নিন বিস্তারিত

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি আমাদের এজেন্টদের অক্লান্ত নিষ্ঠা, দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের নীতির একটি শক্তিশালী প্রমাণ। এই খ্যাতি অর্জন আমাদের গ্রাহকদের ও তাদের পরিবারকে গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে আমাদের গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

এই রেকর্ড প্রচেষ্টাটি এলআইসি-র এমডি ও সিইও সিদ্ধার্থ মোহান্তির একটি উদ্যোগের ফলাফল, যেখানে তিনি প্রতিটি এজেন্টকে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ‘ম্যাড মিলিয়ন ডে’-তে কমপক্ষে একটি পলিসি সম্পন্ন করার জন্য আবেদন করেছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রেখে মোহান্তি ‘ম্যাড মিলিয়ন ডে’কে ঐতিহাসিক করে তোলার জন্য সমস্ত গ্রাহক, এজেন্ট এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

২০২৫ সালে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জীবন বিমা খুঁজলে এলআইসির নতুন টেক-টার্ম প্ল্যান আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এটি একটি অনলাইন টার্ম বিমা পরিকল্পনা যা কম প্রিমিয়ামে হাই কভার দিয়ে থাকে। সবথেকে বড় বিষয়, এটি মহিলাদের ও নন-স্মোকারদের জন্য আলাদা সস্তা হারে বিমা দিয়ে থাকে। এই স্কিমে টাকা জমার ক্ষেত্রেও অনেক সুবিধা আছে। এই আবেদন সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমেও করা যেতে পারে।

এই বিমার বিশেষ বিষয় হল এটি একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং পিওর রিস্ক কভার প্ল্যান, যেখানে শুধুমাত্র ঝুঁকি কভার করা হয়। এতে রিটার্নের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয় না। জেনে নিন এলআইসির এই টেক-টার্ম প্ল্যান সম্পর্কে ৫টি বিষয়।

এলআইসির টেক-টার্ম প্ল্যান হল এমন একটি বিমা বিকল্প যা কম প্রিমিয়ামে একটি ভাল লাইফ কভার দিয়ে থাকে। যারা কম খরচে তাদের পরিবারের জন্য একটি শক্তিশালী সিকিউরিটি কভার চান তাদের জন্য এটি ভালো বিকল্প। এই পরিকল্পনাটি অন্যান্য অনেক বিমা বিকল্পের তুলনায় বাজেট-ফ্রেন্ডলি।

এই পরিকল্পনায় আপনি আপনার সুবিধা অনুযায়ী অর্থপ্রদানের পদ্ধতি বেছে নিতে পারেন। আপনি যদি চান, আপনি সিঙ্গল প্রিমিয়াম দিতে পারেন। অথবা রেগুলার বা সীমিত প্রিমিয়াম জমার পদ্ধতি গ্রহণ করতে পারেন। এছাড়াও, এই পরিকল্পনায় আপনি কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা পাবেন, যা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে।

এলআইসির এই পরিকল্পনাটি মহিলা এবং অ-ধূমপায়ীদের জন্য একটি বিশেষ হারে ছাড় দেয়। অর্থাৎ, আপনি যদি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল অনুসরণ করেন বা একজন মহিলা হন, তাহলে আপনি এই পরিকল্পনায় সস্তা কভার পেতে পারেন। এটি এই পরিকল্পনাটিকে আরও বেশি লোকের কাছে অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একদিনে সর্বাধিক সংখ্যক বিমা বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এলআইসির

আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: অতীতে সরকারি এই জীবন বিমা কোম্পানির নামে জুড়েছে অনেক সুনাম। দেশের মাটিতে পেয়েছে নির্ভরযোগ্যতার তকমা। এবার লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের সেই মুকুটে জুড়ল আরও এক পালক। ভারতের জীবন বিমা কর্পোরেশন (এলআইসি) ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক বিমা পলিসি বিক্রি করে একটি নতুন রেকর্ড তৈরি করেছে।

এলআইসি শনিবার জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক সংখ্যক জীবন বিমা পলিসি বিক্রি করে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছে। এই ঐতিহাসিক কৃতিত্ব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিজেই যাচাই করেছে। এর পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০ জানুয়ারি ২০২৫ তারিখে এলআইসি-এর নেটওয়ার্কের চমৎকার পারফরম্যান্সের প্রশংসা করেছে। ওই দিন সারা দেশে এলআইসি-এর মোট ৪,৫২,৮৩৯ জন এজেন্ট ৫,৮৮,১০৭টি জীবন বিমা পলিসি বিক্রি করে এই রেকর্ড অর্জন করেছে। এলআইসি-এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “২৪ ঘণ্টার মধ্যে জীবন বিমা শিল্পে এজেন্ট প্রোডাকশনের এটি একটি নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে।”

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্ক বিক্রির চূড়ান্ত পর্যায় শুরু, গ্রাহকদের জন্য কী পরিবর্তন আসতে চলেছে? জেনে নিন বিস্তারিত

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি আমাদের এজেন্টদের অক্লান্ত নিষ্ঠা, দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের নীতির একটি শক্তিশালী প্রমাণ। এই খ্যাতি অর্জন আমাদের গ্রাহকদের ও তাদের পরিবারকে গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে আমাদের গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

এই রেকর্ড প্রচেষ্টাটি এলআইসি-র এমডি ও সিইও সিদ্ধার্থ মোহান্তির একটি উদ্যোগের ফলাফল, যেখানে তিনি প্রতিটি এজেন্টকে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ‘ম্যাড মিলিয়ন ডে’-তে কমপক্ষে একটি পলিসি সম্পন্ন করার জন্য আবেদন করেছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য রেখে মোহান্তি ‘ম্যাড মিলিয়ন ডে’কে ঐতিহাসিক করে তোলার জন্য সমস্ত গ্রাহক, এজেন্ট এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা,ক্লেইমের নিয়ম সহজ করল এলআইসি

২০২৫ সালে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জীবন বিমা খুঁজলে এলআইসির নতুন টেক-টার্ম প্ল্যান আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এটি একটি অনলাইন টার্ম বিমা পরিকল্পনা যা কম প্রিমিয়ামে হাই কভার দিয়ে থাকে। সবথেকে বড় বিষয়, এটি মহিলাদের ও নন-স্মোকারদের জন্য আলাদা সস্তা হারে বিমা দিয়ে থাকে। এই স্কিমে টাকা জমার ক্ষেত্রেও অনেক সুবিধা আছে। এই আবেদন সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমেও করা যেতে পারে।

এই বিমার বিশেষ বিষয় হল এটি একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং পিওর রিস্ক কভার প্ল্যান, যেখানে শুধুমাত্র ঝুঁকি কভার করা হয়। এতে রিটার্নের কোনও প্রতিশ্রুতি দেওয়া হয় না। জেনে নিন এলআইসির এই টেক-টার্ম প্ল্যান সম্পর্কে ৫টি বিষয়।

এলআইসির টেক-টার্ম প্ল্যান হল এমন একটি বিমা বিকল্প যা কম প্রিমিয়ামে একটি ভাল লাইফ কভার দিয়ে থাকে। যারা কম খরচে তাদের পরিবারের জন্য একটি শক্তিশালী সিকিউরিটি কভার চান তাদের জন্য এটি ভালো বিকল্প। এই পরিকল্পনাটি অন্যান্য অনেক বিমা বিকল্পের তুলনায় বাজেট-ফ্রেন্ডলি।

এই পরিকল্পনায় আপনি আপনার সুবিধা অনুযায়ী অর্থপ্রদানের পদ্ধতি বেছে নিতে পারেন। আপনি যদি চান, আপনি সিঙ্গল প্রিমিয়াম দিতে পারেন। অথবা রেগুলার বা সীমিত প্রিমিয়াম জমার পদ্ধতি গ্রহণ করতে পারেন। এছাড়াও, এই পরিকল্পনায় আপনি কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা পাবেন, যা আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে।

এলআইসির এই পরিকল্পনাটি মহিলা এবং অ-ধূমপায়ীদের জন্য একটি বিশেষ হারে ছাড় দেয়। অর্থাৎ, আপনি যদি একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল অনুসরণ করেন বা একজন মহিলা হন, তাহলে আপনি এই পরিকল্পনায় সস্তা কভার পেতে পারেন। এটি এই পরিকল্পনাটিকে আরও বেশি লোকের কাছে অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে।