০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খামখেয়ালি আবহাওয়ায় কলকাতায় হালকা বৃষ্টি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 57

পুবের কলম প্রতিবেদক: খামখেয়ালি আবহাওয়া কলকাতাসহ বেশ কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, শীতের বিদায় লগ্নে আবারও আবহাওয়ার বড় ভোলবদল হতে পারে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে মেঘলা আকাশ থাকছে। বেলায় অন্ধকারও করে আসছে। শনিবার আবার দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আজ ও আগামিকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে । তবে কলকাতায় বৃষ্টি হবেই তা নিশ্চিত করে বলা যায়নি। শনিবার যাদবপুর এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজ বৃষ্টি হয়েছে। রোদ না উঠলেও আর্দ্রতার কারণে তাপমাত্রা বেড়েছে। ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত থাকার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত আবার ছত্তিশগড় থেকে ওড়িশা অবধি অবস্থান করছে। এর জেরেই আকাশ মেঘলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভিজতে পারে কলকাতাও।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিংয়ে সকাল থেকে বৃষ্টি হয়েছে। সুন্দরবনের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে। দিনের তাপমাত্রা ছাপিয়ে যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আজ ও আগামিকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরশুদিন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খামখেয়ালি আবহাওয়ায় কলকাতায় হালকা বৃষ্টি

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক: খামখেয়ালি আবহাওয়া কলকাতাসহ বেশ কয়েকটি জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, শীতের বিদায় লগ্নে আবারও আবহাওয়ার বড় ভোলবদল হতে পারে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে মেঘলা আকাশ থাকছে। বেলায় অন্ধকারও করে আসছে। শনিবার আবার দক্ষিণবঙ্গের কয়েক জায়গায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, আজ ও আগামিকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে । তবে কলকাতায় বৃষ্টি হবেই তা নিশ্চিত করে বলা যায়নি। শনিবার যাদবপুর এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আজ বৃষ্টি হয়েছে। রোদ না উঠলেও আর্দ্রতার কারণে তাপমাত্রা বেড়েছে। ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত থাকার জেরেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত আবার ছত্তিশগড় থেকে ওড়িশা অবধি অবস্থান করছে। এর জেরেই আকাশ মেঘলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভিজতে পারে কলকাতাও।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, ক্যানিংয়ে সকাল থেকে বৃষ্টি হয়েছে। সুন্দরবনের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে বা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে। দিনের তাপমাত্রা ছাপিয়ে যাবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা ২১ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে আজ ও আগামিকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরশুদিন থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি