কাশ্মীরি পণ্ডিত খুনের মতোই গোরক্ষদের হাতে মুসলিমদের হত্যাও অপরাধঃ সাই পল্লবী

- আপডেট : ১৯ জুন ২০২২, রবিবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাই পল্লবী। সম্প্রতি তিনি বলেন কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরুপাচার সন্দেহ মুসলিমদের ওপর আক্রমণ একই অপরাধ। নেট দুনিয়ায় তাঁর মন্তব্যের বিরুপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। হায়দরাবাদের সুলতান বাজার থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা। তাঁর মন্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছে তার ব্যাখ্যা পল্লবী ইনস্টাগ্রামে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন কখনই কোনও ট্র্যাজেডিকে তিনি ছোট করে দেখেন না। আসলে তিনি বলার চেষ্টা করেছিলেন যে, সব ধরণের সহিংসতা একটি পাপ।
তাঁর কথায়,’যেভাবে আমার কথার ভুল ব্যাখ্যা হয়েছে, তা নিয়ে আমি উদ্বিগ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি বামপন্থী নাকি দক্ষিণপন্থী। আমি এই বিষয়টি পরিষ্কার করে বলতে চাই, আমি নিরপেক্ষ। নিজেদের বিশ্বাসের কথা বলার আগে আমাদের সবার প্রথমে ভাল মানুষ হয়ে উঠতে হবে। এবং মজলুমদের সুরক্ষা দিতে হবে যে কোনও মূল্যে।’।
এক ভিডিয়োতে অভিনেত্রী বলেন, কোন পরিবেশে একজন বড় হচ্ছেন তার উপর ভিত্তি করে তাঁর দৃষ্টিভঙ্গি তৈরি হয়। হিংসা বিষয়টি অত্যন্ত জটিল। কারণ, একটি বিষয় একজনের জন্য ঠিক হলে অপর জনের জন্য তা ভুল। দ্য কাশ্মীর ফাইলস ছবিতে দেখা যাচ্ছে কাশ্মীরের পণ্ডিতদের উপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে। সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি যিনি গোরু নিয়ে যাচ্ছিলেন তাঁকে মুসলিম সন্দেহে আক্রমণ করা হয়েছে। তাঁকে হত্যার পর আক্রমণকারীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। কাশ্মীরে যা ঘটেছিল আর যা সম্প্রতি যা ঘটেছে তাতে কি কোনও তফাত রয়েছে?
সাই পল্লবী আরও বলেন, আমি মনে করি না আমাদের কারোরই অধিকার রয়েছে অন্যের প্রাণ কেড়ে নেওয়ার। একজন মেডিক্যাল স্নাতক হিসেবে আমি মনে করি, সমস্ত জীবনই সমান এবং গুরুত্বপূর্ণ। আমি চাই না, এমন দিন আসুক যেদিন কোনও শিশু জন্মানোর পরে নিজের পরিচয় নিয়ে আতঙ্কিত হবে। এমন দিন যেন কখনও না আসে। আমি সে কামনাই করব। L-