৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তামিলনাড়ুর এফএম রেডিওতে হিন্দি সম্প্রচারে ক্ষুব্ধ শ্রোতারা

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 103

পুবের কলম ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ত্রিচি এফএম ১০২.১ এপ্রিল থেকে রাতের সম্প্রচারে তামিলের পরিবর্তে হিন্দি কন্টেন্ট সম্প্রচার শুরু করেছে। ফলে এর তীব্র সমালোচনা শুরু হয়েছে । সাংসদ দুরাই ভাইকো এবং অন্যান্য শ্রোতারা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এটিকে তামিলভাষী অঞ্চলে হিন্দি চাপিয়ে দেওয়ার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অভিপ্রায়ের আরেকটি উদাহরণ বলে মনে করেন।

জানা যায়,  ৯ এপ্রিল থেকে আকাশবাণী ত্রিচি দিনের বেলায় তামিল ভাষায় সম্প্রচার করছে, তবে রাত ১১টা থেকে ভোর ৫.৫০ পর্যন্ত হিন্দিতে সম্প্রচার করছে। অনেকেই এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতীকে দায়ী করেছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক

২০২৪ সালের জুলাই মাসে চেন্নাইয়ের এফএম রেইনবো ১০১.৪-এর ক্ষেত্রেও একই ধরণের চিত্র দেখা গিয়েছিল। কিন্তু এরপর রাজনৈতিক নেতারা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অবিলম্বে পূর্ণকালীন তামিল অনুষ্ঠান পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে এই পদক্ষেপের সমালোচনা করেন। দুরাই ভাইকো শনিবার বলেন, ‘এটি তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার ইচ্ছাকৃত প্রচেষ্টা এবং ভাষাগত অধিকারের উপর আক্রমণ।

আরও পড়ুন: Bengaluru Airport থেকে মুছে ফেলা হয়েছে হিন্দি! ভাইরাল ভিডিয়ো

আমরা এটি মেনে নেব না।’ রাজ্যের বাসিন্দা এন. পেরিয়াসামি এই বিষয়ে ২০টিরও বেশি অভিযোগ পাঠিয়েছেন। তিনি বলেন, ‘এফএম গোল্ডের হিন্দি অনুষ্ঠানগুলি রাতে সম্প্রচারিত হচ্ছে, অন্যদিকে আমাদের নিজস্ব তামিল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আকাশবাণী এবং প্রসার ভারতীতে ২০টিরও বেশি অভিযোগ পাঠিয়েছি কিন্তু সেখান থেকে কোনও সাড়া পাইনি।’

আরও পড়ুন: দক্ষিণে হিন্দি নিয়ে ধীর নীতি আরএসএসের, ঘুরিয়ে হিন্দির প্রচার?

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তামিলনাড়ুর এফএম রেডিওতে হিন্দি সম্প্রচারে ক্ষুব্ধ শ্রোতারা

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: তামিলনাড়ুর ত্রিচি এফএম ১০২.১ এপ্রিল থেকে রাতের সম্প্রচারে তামিলের পরিবর্তে হিন্দি কন্টেন্ট সম্প্রচার শুরু করেছে। ফলে এর তীব্র সমালোচনা শুরু হয়েছে । সাংসদ দুরাই ভাইকো এবং অন্যান্য শ্রোতারা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এটিকে তামিলভাষী অঞ্চলে হিন্দি চাপিয়ে দেওয়ার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অভিপ্রায়ের আরেকটি উদাহরণ বলে মনে করেন।

জানা যায়,  ৯ এপ্রিল থেকে আকাশবাণী ত্রিচি দিনের বেলায় তামিল ভাষায় সম্প্রচার করছে, তবে রাত ১১টা থেকে ভোর ৫.৫০ পর্যন্ত হিন্দিতে সম্প্রচার করছে। অনেকেই এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় পাবলিক ব্রডকাস্টার প্রসার ভারতীকে দায়ী করেছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক

২০২৪ সালের জুলাই মাসে চেন্নাইয়ের এফএম রেইনবো ১০১.৪-এর ক্ষেত্রেও একই ধরণের চিত্র দেখা গিয়েছিল। কিন্তু এরপর রাজনৈতিক নেতারা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে অবিলম্বে পূর্ণকালীন তামিল অনুষ্ঠান পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে এই পদক্ষেপের সমালোচনা করেন। দুরাই ভাইকো শনিবার বলেন, ‘এটি তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার ইচ্ছাকৃত প্রচেষ্টা এবং ভাষাগত অধিকারের উপর আক্রমণ।

আরও পড়ুন: Bengaluru Airport থেকে মুছে ফেলা হয়েছে হিন্দি! ভাইরাল ভিডিয়ো

আমরা এটি মেনে নেব না।’ রাজ্যের বাসিন্দা এন. পেরিয়াসামি এই বিষয়ে ২০টিরও বেশি অভিযোগ পাঠিয়েছেন। তিনি বলেন, ‘এফএম গোল্ডের হিন্দি অনুষ্ঠানগুলি রাতে সম্প্রচারিত হচ্ছে, অন্যদিকে আমাদের নিজস্ব তামিল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আকাশবাণী এবং প্রসার ভারতীতে ২০টিরও বেশি অভিযোগ পাঠিয়েছি কিন্তু সেখান থেকে কোনও সাড়া পাইনি।’

আরও পড়ুন: দক্ষিণে হিন্দি নিয়ে ধীর নীতি আরএসএসের, ঘুরিয়ে হিন্দির প্রচার?