সুপ্রিম ঘটনার পুনরাবৃত্তি, ফের বিচারককে জুতো ছুটে মারলেন মামলাকারী

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছোড়ার ঘটনায় বির্তক থামতে না থামতেই ফের আরেক বিচারককে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মামলাকারী। আমেদাবাদের সেশন কোর্টে বিচারককে জুতো মারের এক মামলাকারী বলে অভিযোগ।
জানা গিয়েছে, মঙ্গলবার একটি মামলার শুনানি চলছিল আমেদাবাদের সেশন কোর্টে। শুনানি শেষে মামলার রায় দেন বিচারক। আদালতের রায় মেনে নিতে পারেননি মামলাকারী। তারপরই বিচারককে আক্রমণ এবং দুর্ব্যবহার করতে থাকেন। আচমকাই হামলাকারী বিচারকের দিকে এগিয়ে জুতো ছুড়ে মারেন। যদিও জুতোটি বিচারকের গায়ে লাগেনি। এর পরেই আদালতের কর্মীরা এবং পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে ধরে ফেলে। সূত্রের খবর, আদালতের রায় পছন্দ না হওয়ায় বিচারকের দিকে জুতো ছুড়ে মারেন মামলাকারী। এই ঘটনার আকস্মিকতা কাটিয়ে মামলাকারীকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন আদালতের কর্মী ও নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেন আক্রান্ত বিচারক। করঞ্জ থানার ইনস্পেকটর পিএইচ ভাটি বলেন, ‘আপিল খারিজ হওয়ার পর ওই ব্যক্তি রেগে যান এবং বিচারকের দিকে জুতো ছুড়ে মারেন।’
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন আচমকাই প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারেন এক আইনজীবী। সেই সময়ে ওই আইনজীবী চিৎকার করে বলছিলেন, ‘সনাতন ধর্মের উপরে আঘাত দেশ মেনে নেবে না।’ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।