০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পহেলগাঁও খুনিরা চিহ্নিত, শীঘ্রই নিকেশ, বললেন উপরাজ্যপাল

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 143

নয়াদিল্লি, ১৭ জুলাই : জম্মু-কাশ্মীরের পহেলগাঁও তে যে জঙ্গিরা ২৬ জনকে খুন করেছিল, সেই জঙ্গিদের সনাক্ত করে ফেলেছে ভারতের সেনাবাহিনী এবং শীঘ্রই তাদের নিকেশ করা হবে বলে জানিয়ে দিলেন সেখানকার উপরাজ্যপাল মনোজ সিনহা। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে তাঁর ৫ বছর কাটানোর সম্মানে দিল্লিতে গান্ধী স্মৃতি সমিতিতে এক অনুষ্ঠানে ভাষণে মনোজ সিনহা এই কথা বলেন। পহেলগাঁও এর ঘটনার পর থেকেই সারা দেশের মানুষের এই প্রশ্ন ছিল যে, যারা এই নৃশংস গণহত্যা ঘটাল তারা কোথায় গেল? তাদের ধরতে কেন ব্যর্থ হল দেশের নিরাপত্তা বাহিনীর লোকজন? তারই যেন জবাব দিয়ে দিলেন শ্রীসিনহা।

 

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

প্রশ্ন উঠতে পারে, যখন জঙ্গিদের চিহ্নিত করাই সম্ভব হয়েছে তাদের গ্রেফতার করলে তো অনেক ভিতরের খবর পাওয়া যেত। তাদের প্রথমেই নিকেশ করার কথা বললেন কেন উপরাজ্যপাল? তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি, ব্যবসা-বাণিজ্য ভেস্তে দিতে এবং রাজ্যে অশান্তি সৃষ্টি করতে পাকিস্তান এই কাজ করিয়েছে, যাতে ওরা আবার ওই রাজ্য থেকে জঙ্গি সংগ্রহ করতে পারে।

আরও পড়ুন: ‘পহেলগাঁওয়ের ঘটনা এড়ানো যায় না’, Jammu and Kashmir Statehood ইস্যুতে বলল সুপ্রিম কোর্ট

 

আরও পড়ুন: দাচিগামে ‘অপারেশন মহাদেব’: নিহত ৩ জঙ্গির সঙ্গে পহেলগাঁও হামলার প্রমাণ

কিন্তু তা আর পারবে না পাকিস্তান। এবার কাশ্মীরের মানুষ পথে নেমে বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের উৎপাতে তাঁরা কতটা হতাশ। দুদিন আগেই উপরাজ্যপাল বলেছিলেন, নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার কারণেই পহেলগাঁও এর ঘটনা ঘটেছে। তিনি এই ব্যর্থতার দায় নিচ্ছেন। পাকিস্তানের মুণ্ডপাত করে তিনি বলেন, মহাত্মা গান্ধী একসময় বলেছিলেন, জম্মু-কাশ্মীরে শান্তি রক্ষায় হিংসা এবং ভীরুতার মধ্যে একটিকে বেছে নিতে বলা হলে তিনি হিংসাকেই বেছে নেবেন। জম্মু-কাশ্মীরের উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, ওই রাজ্যের অর্থনীতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। যে জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক ১৩০০ কোটি টাকা লোকসানে চলছিল, সেই ব্যাঙ্ক এখন ১৭০০ কোটি টাকা লাভে চলছে। গত বছর ২ কোটি ৩৮ লক্ষের মতো পর্যটক গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। ৫০০০ নতুন হোটেল তৈরি হয়েছে। সারা রাজ্যে দেড় লক্ষ কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক তৈরি হচ্ছে। বুরহান ওয়ানির গ্রামে সম্প্রতি তিরঙ্গা যাত্রা হয়েছে। আর কেউ পাথর ছোঁড়ে না। গুলি চলে না। রাতে মানুষ পথে বের হয়। বাচ্চারা স্কুলে যাচ্ছে। গত বছরে পাকিস্তান ৬ জনকে জঙ্গি দলে টানতে পেরেছিল। এ বছর মাত্র একজনকে পেরেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পহেলগাঁও খুনিরা চিহ্নিত, শীঘ্রই নিকেশ, বললেন উপরাজ্যপাল

আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

নয়াদিল্লি, ১৭ জুলাই : জম্মু-কাশ্মীরের পহেলগাঁও তে যে জঙ্গিরা ২৬ জনকে খুন করেছিল, সেই জঙ্গিদের সনাক্ত করে ফেলেছে ভারতের সেনাবাহিনী এবং শীঘ্রই তাদের নিকেশ করা হবে বলে জানিয়ে দিলেন সেখানকার উপরাজ্যপাল মনোজ সিনহা। জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে তাঁর ৫ বছর কাটানোর সম্মানে দিল্লিতে গান্ধী স্মৃতি সমিতিতে এক অনুষ্ঠানে ভাষণে মনোজ সিনহা এই কথা বলেন। পহেলগাঁও এর ঘটনার পর থেকেই সারা দেশের মানুষের এই প্রশ্ন ছিল যে, যারা এই নৃশংস গণহত্যা ঘটাল তারা কোথায় গেল? তাদের ধরতে কেন ব্যর্থ হল দেশের নিরাপত্তা বাহিনীর লোকজন? তারই যেন জবাব দিয়ে দিলেন শ্রীসিনহা।

 

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

প্রশ্ন উঠতে পারে, যখন জঙ্গিদের চিহ্নিত করাই সম্ভব হয়েছে তাদের গ্রেফতার করলে তো অনেক ভিতরের খবর পাওয়া যেত। তাদের প্রথমেই নিকেশ করার কথা বললেন কেন উপরাজ্যপাল? তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরে সাম্প্রদায়িক ভেদাভেদ তৈরি, ব্যবসা-বাণিজ্য ভেস্তে দিতে এবং রাজ্যে অশান্তি সৃষ্টি করতে পাকিস্তান এই কাজ করিয়েছে, যাতে ওরা আবার ওই রাজ্য থেকে জঙ্গি সংগ্রহ করতে পারে।

আরও পড়ুন: ‘পহেলগাঁওয়ের ঘটনা এড়ানো যায় না’, Jammu and Kashmir Statehood ইস্যুতে বলল সুপ্রিম কোর্ট

 

আরও পড়ুন: দাচিগামে ‘অপারেশন মহাদেব’: নিহত ৩ জঙ্গির সঙ্গে পহেলগাঁও হামলার প্রমাণ

কিন্তু তা আর পারবে না পাকিস্তান। এবার কাশ্মীরের মানুষ পথে নেমে বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদের উৎপাতে তাঁরা কতটা হতাশ। দুদিন আগেই উপরাজ্যপাল বলেছিলেন, নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার কারণেই পহেলগাঁও এর ঘটনা ঘটেছে। তিনি এই ব্যর্থতার দায় নিচ্ছেন। পাকিস্তানের মুণ্ডপাত করে তিনি বলেন, মহাত্মা গান্ধী একসময় বলেছিলেন, জম্মু-কাশ্মীরে শান্তি রক্ষায় হিংসা এবং ভীরুতার মধ্যে একটিকে বেছে নিতে বলা হলে তিনি হিংসাকেই বেছে নেবেন। জম্মু-কাশ্মীরের উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, ওই রাজ্যের অর্থনীতি দ্বিগুণ বেড়ে গিয়েছে। যে জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক ১৩০০ কোটি টাকা লোকসানে চলছিল, সেই ব্যাঙ্ক এখন ১৭০০ কোটি টাকা লাভে চলছে। গত বছর ২ কোটি ৩৮ লক্ষের মতো পর্যটক গিয়েছিলেন জম্মু-কাশ্মীরে। ৫০০০ নতুন হোটেল তৈরি হয়েছে। সারা রাজ্যে দেড় লক্ষ কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক তৈরি হচ্ছে। বুরহান ওয়ানির গ্রামে সম্প্রতি তিরঙ্গা যাত্রা হয়েছে। আর কেউ পাথর ছোঁড়ে না। গুলি চলে না। রাতে মানুষ পথে বের হয়। বাচ্চারা স্কুলে যাচ্ছে। গত বছরে পাকিস্তান ৬ জনকে জঙ্গি দলে টানতে পেরেছিল। এ বছর মাত্র একজনকে পেরেছে।